Gold Reserve: সবচেয়ে বেশি সোনা রয়েছে কোন দেশে! তালিকায় ভারত কত নম্বরে

India ranks 9th among the countries in the world in the list of gold reserves: সোনার প্রতি টান সকলের। বলা যায় মহিলাদের সোনার অলংকারের প্রতি বেশ আকর্ষণ থাকে। প্রতিবছরই তারা কোনো না কোনো অনুষ্ঠানে নতুন কিছু সোনার গহনা তৈরি করেন। তবে সোনা তো কম-বেশি সকলেই ব্যবহার করেন জানেন কি এই সোনা কোন দেশে কত পরিমান মজুত (Gold Reserve) করা রয়েছে? অথবা কোন দেশেই সবচেয়ে বেশি সোনা রয়েছে? চলুন সেই বিষয়েই বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।

প্রায় প্রতিনিয়তই সোনার দামে জোয়ার-ভাটা দেখা যায়। তবে বর্তমানে মন্দার বাজারে উর্ধ্বমুখী রয়েছে সোনার দাম। গত কয়েক মাস ধরে যত দিন যাচ্ছে ততই বেড়ে চলেছে সোনার মূল্য। প্রায় সব দেশের সেন্ট্রাল ব্যাঙ্কে গোল্ড অর্থাৎ সোনা মজুত (Gold Reserve) করা যায়। তবে ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে গোল্ড রিজার্ভের তালিকা। যে তালিকায় প্রকাশিত হয়েছে গোটা পৃথিবীর মধ্যে কোন দেশে সবচেয়ে বেশি গোল্ড রিজার্ভ করা রয়েছে।

ওয়ার্ল্ড অফ স্ট্যাটিসটিক্স টুইটারে জারি করা হয়েছে এই সোনা মজুতের (Gold Reserve) তালিকা। যে তালিকায় দেখা গিয়েছে সবচেয়ে বেশি সোনা মজুত রয়েছে আমেরিকা দেশে। প্রায় ৮১৩৩ মেট্রিক টন সোনা রয়েছে তাদের কাছে। অন্যদিকে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি। যাদের কাছে রয়েছে ৩৩৫৫ মেট্রিক টন গোল্ড।

সোনা মজুতের (Gold Reserve) তালিকায় ইতালি রয়েছে তৃতীয় স্থানে। তাদের কাছে গোল্ড রয়েছে ২৪৫২ মেট্রিক টন। ফ্রান্স রয়েছে চতুর্থ স্থানে। ২২৯৯ মেট্রিক টন সোনা রয়েছে ফ্রান্সের কাছে। অন্যদিকে চিনের কাছে সোনা মজুত (Gold Reserve) রয়েছে ২০১১ মেট্রিক টন। ১০৪০ টন রয়েছে সুইজারল্যান্ডের কাছে এবং ৮৪৬ টন গোল্ড রিজার্ভ রয়েছে জাপানের কাছে।

তবে এই সোনা মজুতের তালিকায় নবম স্থান অধিকার করেছে ভারত। ভারতের কাছে রয়েছে ৭৮৭ মেট্রিক টন গোল্ড। এছাড়াও ভারতের পর নেদারল্যান্ড, তুর্কি, সৌদি আরব, ইউকে, স্পেন, পোল্যান্ড, সিঙ্গাপুর, ব্রাজিল এবং সুইডেনের নাম রয়েছে এই সোনা মজুতের তালিকায়। তবে প্রত্যেক দেশেই এই গোল্ড রিজার্ভের মাত্রার হ্রাস-বৃদ্ধি হয়।