Cost of an airplane: বাইক, গাড়ির দাম তো সবাই জানেন, কিন্তু প্লেনের!

How much can a plane cost: বর্তমান যুগে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করা মানুষের সাধ্যের মধ্যে, এমনকি অনেক কম সময়েও যাতায়াত করা সম্ভবপর হয়। গাড়ি, বাইক, ট্রেন ইত্যাদির মাধ্যমে একই শহরের মধ্যে খুব সহজেই যাতায়াত করা যায়। কিন্তু যদি প্রশ্ন আসে প্লেনের তাহলে নিমেষের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গা কিংবা এক দেশ থেকে অন্য দেশে পৌঁছে যাওয়া যায়। বড় বড় ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ কম সময় যাতায়াতের জন্য প্লেনকে সবথেকে বেশি পছন্দ করে। কিন্ত কখনো ভেবে দেখেছেন এই প্লেনের দাম (Cost of an airplane) কত হবে?

বাস, গাড়ি কিংবা বাইকের দাম সম্পর্কে সব মানুষেরই মোটামুটি ধারণা আছে। কিন্তু ভাবলে আপনাদের অবাক লাগবে একটি বড় বিমান আকাশে উড়তে কত খরচা হতে পারে? বেশিরভাগ মানুষই এর সঠিক উত্তর জানেন না। আজকের প্রতিবেদনের মাধ্যমে আপনারা জানতে পারবেন একটি বিমানের কত খরচ হতে পারে।

প্রথমেই আপনাদের জেনে রাখা দরকার যে প্লেনে নির্দিষ্ট কোন মূল্য (Cost of an airplane) হয় না। প্লেন সবসময় অর্ডার অনুযায়ী তৈরি করা হয়। একটি প্লেনের আকার কি রকম হবে, তাতে কিরকম সাজ সরঞ্জাম প্রয়োজন, কিভাবে প্রয়োজনীয় জিনিসগুলো ইন্সটল করা হবে এসবের ওপরই নির্ভর করে থাকে একটি প্লেনের দাম। আপনারা জানলে অবাক হবেন যে ভারতের আকাশে সব ধরনের প্লেন চলাচল করে। সিক্স সিটার প্লেন থেকে শুরু করে গ্লোবমাস্টার প্লেন পর্যন্ত সব কিছুই ভারতের আকাশে চলাচল করে তাও আবার ভারতীয় বায়ুসেনার নিয়ন্ত্রণে।

হয়তো ভাবছেন আপনি ৬ জন বসতে পারে এমন ক্ষমতা অনুযায়ী একটি প্লেন কিনবেন, তাহলে সেই অনুযায়ী আপনার প্লেনের দাম কম হবে। আবার ৩০০ জন যাত্রী ধরে এমন প্লেনের দাম (Cost of an airplane) কিন্তু তার থেকে অনেক বেশি হবে। তাই বিমানের নির্দিষ্ট কোন দাম হয় না, তার বিশিষ্ট বৈশিষ্ট্যের উপর নির্ভর করে তার মূল্য। বিমানের উচ্চমূল্য নির্ভর করে কয়েকটি জিনিসের উপর যেমন, আধুনিক প্রযুক্তি, উন্নত ধরনের মেশিন এবং কায়িক পরিশ্রম।

শুধু আমেরিকায় নয় বিশ্বের বিভিন্ন দেশে এই প্রযুক্তি বর্তমানে রয়েছে। একমাত্র সেই কারণে প্লেন তৈরির জন্য এই কয়েকটি দেশ একচেটিয়া আধিপত্য কায়েম করেছে গোটা বিশ্বে। পৃথিবীর বিভিন্ন দেশের কাছে এরা চড়া দামে প্লেন বিক্রি করে থাকে। বিমানের আকাশছোঁয়া দামের জন্য মার্কিন সংস্থাগুলো সাধারণত খুব লাভবান হয়ে থাকে। কিন্তু সূত্রের মাধ্যমে জানা গেছে যে, বর্তমানে ভারতসহ বিভিন্ন দেশ এই প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে। তবে আরও বেশি উৎকর্ষতা লাভ করতে এদের সময় লাগবে। দেশের বড় বড় শিল্পপতি থেকে শুরু করে তাদের কর্মীরা পর্যন্ত মাঝারি আকারের প্লেন ব্যবহার করে থাকেন। আপনারা জানলে অবাক হবেন যে, এই সব বিলাসবহুল প্লেনগুলিতে থাকা, খাওয়া, ঘুমানো এবং বিনোদনের সুব্যবস্থা থাকে।