কোহলি কেন ছাড়লেন টেস্টের অধিনায়কত্ব, সম্ভাব্য তিনটি কারণ জানালেন মঞ্জরেকর

নিজস্ব প্রতিবেদন : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ করেই অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা করেছেন বিরাট কোহলি। তার এই টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব থেকে ইস্তফা দেওয়া নিয়ে শুরু হয়েছে নানান বিতর্ক। এই সকল বিতর্কের মাঝেই বিরাট কোহলির টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়া নিয়ে তিনটি সম্ভাব্য কারণ জানালেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর।

ESPN Cricinfo-র আলোচনায় মঞ্জরেকর দাবি করেছেন, যাতে টেস্ট ক্যাপ্টেন্সি থেকে বিসিসিআই ছাঁটাই করতে না পারে তার জন্য আগে ভাগেই নেতৃত্ব ছেড়ে দিয়েছেন বিরাট কোহলি। নেতৃত্বে সুরক্ষিত নয় এমনটা ভেবেই হয়তো এই পদক্ষেপ নিয়েছেন তিনি।

সঞ্জয় মঞ্জরেকর বিরাট কোহলির এইভাবে টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব ছেড়ে দেওয়া নিয়ে মূলত যে তিনটি কারণকে সম্ভাব্য কারণ হিসাবে মনে করছেন সেই তিনটি কারণের মধ্যে প্রথম তিনি যেটিকে মনে করছেন তা হল, কোহলি চাননি তাকে ছেঁটে ফেলা হোক।

দ্বিতীয় কারণ হিসেবে তিনি যা উল্লেখ করেছেন তাহলো, রবি শাস্ত্রির আমলে যে স্বাচ্ছন্দ্য পেয়েছিলেন সেই স্বাচ্ছন্দ দ্রাবিড়ের আমলে পাবেন না এমনটাই হয়তো মনে করেছেন কোহলি। তৃতীয় সম্ভাব্য কারণ হিসাবে মঞ্জরেকর মনে করছেন, বিরাট কোহলি ফর্মের দিক দিয়েও নিজের সেরা জায়গায় নেই।

বিরাট কোহলি খুব অল্প সময়ের মধ্যে আরসিবির ক্যাপ্টেন্সি ছাড়া থেকে জাতীয় দলের দুটি ফরম্যাট টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বোর্ড তাকে একদিনের ক্রিকেটের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পর তিনি এই সকল ক্ষেত্রেও তার অধিনায়কত্ব কেড়ে নেওয়া হতে পারে এমনটাই হয়তো মনে করছিলেন বিরাট কোহলি এমনই দাবি করেছেন সঞ্জয় মঞ্জরেকর।

সম্প্রতি টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব থেকে বিদায় নেওয়ার পর ক্রিকেটপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে নানান বিতর্ক। কেউ বিরাট কোহলির পক্ষে দাঁড়িয়ে বোর্ডকে তুলোধোনা করছেন, আবার কোন কোন ক্রিকেটপ্রেমীকে বোর্ডের পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে।