হয়ে গেল নতুন সংসদ ভবনের উদ্বোধন, এবার পুরাতনটির কী হবে!

নিজস্ব প্রতিবেদন : এতদিন ভারতবর্ষে যে সংসদ ভবন (Parliament Building) ব্যবহার করা হতো তা ছিল ব্রিটিশ আমলে তৈরি। ওই বিল্ডিং তৈরি হয়েছিল ১৯২৭ সালে এবং উদ্বোধন করেছিলেন ভাইসরয় লর্ড আরউইন। ৯৬ বছর পর ভারতবর্ষ নতুন এক সংসদ ভবন পেল। নতুন সংসদ ভবনের উদ্বোধন হয় রবিবার। পুজো পাঠের মধ্য দিয়ে এই সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

নতুন সংসদ ভবন উদ্বোধন করার পর উদ্বোধনী ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, নতুন সংসদ ভবন নতুন ভারতের প্রতীক। রবিবার গোটা বিশ্ব তাকিয়ে আছে ভারতের দিকে। ভারত এগোলেই বিশ্ব এগিয়ে যাবে। প্রায় সাত ঘন্টা ধরে পুজো যজ্ঞ সেঙ্গল স্থাপন ইত্যাদির মধ্য দিয়ে নতুন সংসদ ভবনের দ্বার উন্মোচিত হলো। নতুন সংসদ ভবন উদ্বোধন হওয়ার সঙ্গে সঙ্গেই একটি প্রশ্ন সবার মনে ঘোরাফেরা করছে আর সেই প্রশ্নটি হল নতুন সংসদ ভবনের উদ্বোধনের পর পুরাতন সংসদ ভবনের কি হবে? প্রশ্ন উঠছে তাহলে কি পুরাতন সংসদ ভবন ভেঙে ফেলা হবে?

সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, পুরাতন সংসদ ভবনের অতিরিক্ত ব্যবহারের ফলে তা এখন অকেজো হয়ে পড়েছে। এই কথা মাথায় রেখেই প্রায় দু বছর ধরে তৈরি করা হয়েছে নতুন সংসদ ভবন। পুরাতন এই সংসদ ভবন তৈরি হয়েছিল আজ থেকে ৯৬ বছর আগে ১৯২৭ সালে। যেটি ছিল কাউন্সিল ভবন এবং যার উদ্বোধন করেছিলেন বড়লাট লর্ড আরউইন। এখানে ১৯২৯ সালের ৮ এপ্রিল ব্রিটিশ অত্যাচারের বিরুদ্ধে কাউন্সিল ভবনে ঢুকে ইনক্লাব জিন্দাবাদ স্লোগান তুলে বোমা নিক্ষেপ করেছিলেন ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত। পরে ভগৎ সিংকে ফাঁসির মঞ্চে নিজের প্রাণ দিতে হয়।

পুরাতন এই সংসদ ভবন কেবলমাত্র একটি সংসদ ভবন নয়। পাশাপাশি এর সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতের ইতিহাস, ভারতের স্বাধীনতা অর্জনের আন্দোলনের ইতিহাস। এমনকি স্বাধীন ভারতের প্রতীক সংবিধানও গৃহীত হয়েছিল পুরাতন সংসদ ভবনে। ১৯৫৬ সালে এই সংসদ ভবনের দুটি নতুন তল তৈরি করা হয়। ২০০৬ সালে একটি সংগ্রহশালা তৈরি করা হয়েছিল।

ভারতের ইতিহাসের সাক্ষী হয়ে থাকা পুরাতন সংসদ ভবনের কি হবে তা নিয়ে কিছুদিন আগেই কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছিলেন, নতুন সংসদ ভবন তৈরি হলেও পুরাতন সংসদ ভবন যথাস্থানেই থাকবে। পরবর্তীতে বড় আকারে মিউজিয়াম হিসাবে ব্যবহার করা যাবে এই সংসদ ভবন। সাধারণ মানুষ পুরাতন সংসদ ভবনের ভিতর ঢুকে সবকিছু দেখার সুযোগ পাবেন। এমনকি সাংসদদের আসনে বসার সুযোগও পাবেন। আগামী দিনে পর্যটনের অন্যতম জায়গা হয়ে উঠবে পুরাতন সংসদ ভবনটি।