৬টি নতুন ফিচার আনছে WhatsApp

নিজস্ব প্রতিবেদন : বিশ্বজুড়ে WhatsApp-এর নতুন পলিসি নিয়ে নানান বিতর্ক শুরু হয়েছে। বিশ্বের কোটি কোটি WhatsApp ব্যবহারকারী নতুন এই পলিসি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। তবে সম্প্রতি এই বিভ্রান্তি নিয়ে WhatsApp-এর তরফ থেকে জানানো হয়েছে, গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ১০০% সুরক্ষিত। আর এসবের মাঝেই জানা গিয়েছে চলতি বছর WhatsApp ৬টি নতুন ফিচার আনতে চলেছে।

WhatsApp-এর নতুন ৬টি ফিচার

১) WhatsApp-এর তরফ থেকে নতুন বছরে আনা হচ্ছে মাল্টি ডিভাইস সাপোর্ট ফিচার। যদিও এই ফিচার নিয়ে একাধিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। তবে ইতিমধ্যেই বেশ কিছু আইওএস বিটা ব্যবহারকারীরা এই ফিচার উপভোগ করছেন।

এই ফিচার চলতি বছর চালু হবে বলে জানা যাচ্ছে। ফিচারটি চালু হয়ে যাওয়ার পর ফেসবুকের মত একটি WhatsApp অ্যাকাউন্ট একাধিক ডিভাইসে লগ ইন করে চালানো যাবে।

২) দ্বিতীয় যে ফিচারটি আনার পরিকল্পনা রয়েছে সেটি হল ওয়েব ভার্সনে ভয়েস এবং ভিডিও কলের সুবিধা সংযুক্ত করা। বর্তমানে ওয়েব ভার্সনে মেসেজ এবং অন্যান্য সুবিধা উপলব্ধ থাকলেও ভয়েস এবং ভিডিও কলের সুবিধা উপলব্ধ নেই। জল্পনা চলছে এই সুবিধা খুব শীঘ্রই আসতে চলেছে। আর এই সুবিধা আসার পর ব্যবহারকারীরা ফোনের মত ওয়েব ভার্সনেও কল ও ভিডিও কলের সুবিধা পাবেন।

৩) ভিডিও ফাইল পাঠানোর সময় অথবা ভিডিও স্ট্যাটাসে আপলোড করার ক্ষেত্রে মিউট করার সুবিধা আসতে চলেছে। এই সুবিধা এখনো পর্যন্ত না থাকায় ব্যবহারকারীদের কোন ভিডিও শব্দ মুক্ত করতে চাইলে তা আলাদা করে এডিট করতে হয়। আগামী দিনে এই ফিচার সংযুক্ত হওয়ার পর কোন ভিডিও পাঠানোর ক্ষেত্রে অথবা স্ট্যাটাসে সংযুক্ত করার ক্ষেত্রে মিউট করতে চাইলে আলাদা করে আর এডিট করতে হবে না। সে ক্ষেত্রে WhatsApp ব্যবহারকারীকে অপশন দেওয়া হবে মিউট করার জন্য।

৪) রিড লেটার নামে আরও একটি নতুন ফিচার সংযুক্ত হতে চলেছে WhatsApp-এর সাথে। এটি হলো আর্কাইভ চ্যাটের আপগ্রেড ভার্সন।

৫) জানা গিয়েছে খুব তাড়াতাড়ি WhatsApp এমন একটি পরিষেবা আনতে চলেছে যাতে করে তারা ভারতীয়দের স্বাস্থ্যবীমা এবং মাইক্রো পেনশন প্রোডাক্ট সরবরাহ করবে।

৬) গ্রুপ কল করার ক্ষেত্রে নতুন একটি ফিচার সংযুক্ত হতে চলেছে। যাতে ব্যবহারকারীরা কোন গ্রুপ কল চালু হওয়ার কিছুক্ষণ পরেও সে গ্রুপ কলে সংযুক্ত হতে পারবেন।