সুরক্ষা নিয়ে আপস নয়, WhatsApp নিয়ে এলো নতুন ফিচার

নিজস্ব প্রতিবেদন : বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ম্যাসেজিং সংস্থা হোয়াটসঅ্যাপ তাদের গ্রাহকদের সুবিধার জন্য প্রতিনিয়ত নতুন নতুন ফিচার নিয়ে আসছে। তবে চলতি বছরের শুরুর দিকে এই সংস্থার প্রাইভেসী পলিসি নিয়ে নানান প্রশ্ন তুলতে শুরু করেন ব্যবহারকারীরা।

প্রাইভেসি পলিসিতে পরিবর্তন আনার ফলে বহু গ্রাহক নিজেদের ব্যক্তিগত তথ্য ফাঁস হবে এমনটা ভেবে এই জনপ্রিয় অ্যাপ থেকে মুখ ফিরিয়ে নেয়। তবে সংস্থার তরফ থেকে বারংবার দাবি করা হয়, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিয়ে কোনো আপস করা হবে না। পাশাপাশি সংস্থা তাদের প্রাইভেসি পলিসি নিয়ে ধাক্কা খাওয়ায় কিছুটা হলেও পিছু হটে।

তবে এর সঙ্গে সঙ্গেই একাধিক ফিচারে পরিবর্তন এখনো অটুট রেখেছে এই অ্যাপের জনপ্রিয়তা। হোয়াটসঅ্যাপ নতুন যে ফিচার এনেছে তাতে আগে যেমন হোয়াটসঅ্যাপ চ্যাটের ক্ষেত্রে এন্ড টু এন্ড এনক্রিপশন ব্যবহার করা হতো তেমন তারা ব্যাকআপের ক্ষেত্রেও এই সুরক্ষা ব্যবস্থা নিয়ে এলো। অর্থাৎ ব্যবহারকারীরা তাদের ব্রেকআপ গুগল ড্রাইভ অথবা আইক্লাউড যেখানেই সেভ করে রাখুন না কেন তা আর তৃতীয় কোনো ব্যক্তি পড়তে পারবে না।

নতুন এই ফিচার আসার ফলে এবার থেকে ইউনিক র‍্যানডামলি জেনারেটেড ‘কি’ বা চাবির মাধ্যমে এনক্রিপটেড থাকবে চ্যাট ব্যাকআপ। আবার ইচ্ছে করলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ম্যানুয়ালিও সেই ‘কি’ দিতে পারেন বা পাসওয়ার্ডের মাধ্যমে চ্যাটকে সুরক্ষিত রাখতে পারবেন। অ্যাপের সেটিংসে গিয়েই চ্যাট ব্যাকআপের কি অথবা পাসওয়ার্ড সেট করা যাবে।

হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের কারণে এবার ব্যাকআপও সুরক্ষিত হবে। পাসওয়ার্ডের মাধ্যমে হোয়াটসঅ্যাপের চ্যাট সুরক্ষিত করার চেষ্টা করলে সেই ‘কি’ ব্যাকআপেও হার্ডওয়্যার সিকিউরিটি মডিউল কম্পোনেন্টে স্টোর হবে। ব্যাকআপ ব্যবহার করার সময় সেই পাসওয়ার্ড দিয়ে ব্যাকআপ কি রিস্টোর করা যাবে। ভুল পাসওয়ার্ড দিলে হার্ডওয়্যার সিকিউরিটি মডিউলে ব্যাকআপের অ্যাকসেস করা যাবে না।