লুকিয়ে রাখা যাবে চ্যাট, WhatsApp-এ এলো নতুন ফিচার

নিজস্ব প্রতিবেদন : বিশ্বের অন্যতম জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ ফেসবুক অধিকৃত WhatsApp, একথা অনস্বীকার্য। তবে সম্প্রতি এই সংস্থা তাদের প্রাইভেসি পলিসি নিয়ে নানান প্রশ্নের মুখে পড়ে। এমত অবস্থায় অন্যান্য মেসেজিং অ্যাপগুলি নিজেদের জায়গা তৈরি করতে শুরু করে। তবে WhatsApp তার আধিপত্য কায়েম রেখেছে। এর পাশাপাশি তারা প্রতিনিয়ত নতুন নতুন ফিচার নিয়ে আসছে তাদের জনপ্রিয়তা আরও বাড়িয়ে তোলার জন্য।

সম্প্রতি এই সংস্থা এমন একটি নতুন ফিচার এনেছে যার মাধ্যমে ব্যবহারকারীরা ইচ্ছে করলে তাদের চ্যাট লুকিয়ে রাখতে পারবেন। অর্থাৎ তাদের চ্যাট আর্কাইভ করে রাখতে পারবেন। এই ব্যবস্থা শুধু চ্যাট লুকিয়ে রাখা নয়, পাশাপাশি আরও একাধিক সুবিধা প্রদান করবে।

এই ব্যবস্থার ফলে ব্যবহারকারীরা তাদের প্রয়োজনীয় চ্যাট আর্কাইভ করে রাখার সাথে সাথে তা প্রয়োজন মতো দেখে নিতে পারবেন। ইতিমধ্যেই এই ব্যবস্থা অজস্র ব্যবহারকারীর অ্যাপে দেওয়া হয়েছে। এমনকি সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এই ব্যবস্থার ফলে ব্যবহারকারীদের ইনবক্স অনেক নিয়ন্ত্রণে থাকবে। এর পাশাপাশি আর্কাইভ চ্যাটের ফোল্ডার সাজিয়ে গুছিয়ে রাখার ব্যবস্থাও রয়েছে।

নতুন এই ফিচারে কোন গুরুত্বপূর্ণ চ্যাট আর্কাইভ করে রাখা হলে সেই চ্যাটে নতুন কোন মেসেজ এলে তা আর্কাইভ বক্সের মধ্যেই থাকবে। আগে যেখানে আর্কাইভ চ্যাটে নতুন কোন মেসেজ এলে তা আবার সামনে চলে আসতো তা এই নতুন ফিচারে হবে না। পাশাপাশি নতুন এই ফিচার অনুযায়ী ইউজাররা ইচ্ছে করলে তাদের আর্কাইভ চ্যাট সময়মতো আন-আর্কাইভও করতে পারবেন।

কোন চ্যাট আর্কাইভ অথবা আন-আর্কাইভ ওই চ্যাটটিকে কিছু সময়ের জন্য ধরে রাখতে হবে। আর তারপরেই একেবারে উপরে পাওয়া যাবে আর্কাইভ অথবা আন আর্কাইভ অপশন।