WhatsApp-এর নতুন নিয়মের গেরোয় ব্যবহারকারীরা, আর করা যাবে না এই কাজটি

নিজস্ব প্রতিবেদন : মার্ক জুকারবার্গের মেটা সংস্থার হোয়াটসঅ্যাপ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ। ব্যক্তিগত কাজ হোক অথবা অফিসের কাজ সব ক্ষেত্রেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে দেখা যায় ব্যবহারকারীদের। ব্যবহারকারীদের সংখ্যার নিরিখে সবচেয়ে বেশি ব্যবহারকারী রয়েছে ভারতে।

সংস্থার তরফ থেকে বিপুলসংখ্যক ব্যবহারকারীদের এমন অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে আরও স্বাচ্ছন্দ এবং সুরক্ষা প্রদানের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে। সেই সকল পদক্ষেপের মধ্যেই এবার নতুন একটি পদক্ষেপ নেওয়া হল এবং এই নিয়ম জারি হওয়ার পরিপ্রেক্ষিতে ব্যবহারকারীরা আর গুরুত্বপূর্ণ একটি কাজ করতে পারবেন না।

সংস্থার তরফ থেকে ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে View Once নামে একটি অপশন চালু করা হয়েছে। এই অপশন ব্যবহার করে এক ব্যবহারকারী অপর ব্যবহারকারীকে কেবলমাত্র একবার কোন ছবি অথবা ভিডিও দেখানোর সুযোগ দিয়ে থাকেন। এতে ব্যবহারকারীরা যেমন জিনিসটি দেখতে পেলেন ঠিক সেই রকমই আবার সুরক্ষার খাতিরে সেটি ফোনের মধ্যে সেভ হয় না।

তবে এই অপশন চালু রাখলেও অনেক ব্যবহারকারী এটিকে স্ক্রিনশট করে নিতেন। সুরক্ষার কথা মাথায় রেখে এবার এই স্ক্রিনশট বন্ধ করে করে দিল সংস্থা। এখন যদি কোন ব্যবহারকারী অপর কোনো ব্যবহারকারীকে View Once অপশনের মধ্য দিয়ে কোন ছবি বা ভিডিও পাঠিয়ে থাকেন তাহলে সেই ছবি বা ভিডিওর কোনরকম স্ক্রিনশট করা যাবে না।

নিয়মে পরিবর্তন আনার জন্য সংস্থার তরফ থেকে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা চালানো হয় এবং বর্তমানে এই নিয়ম কার্যকর হয়ে গিয়েছে। নতুন এই নিয়ম চালু হওয়ার ফলে whatsapp যেমন আরও জনপ্রিয়তা লাভ করবে ঠিক সেই রকমই View Once ব্যবহার করার ক্ষেত্রেও স্বাচ্ছন্দ বাড়বে বলেই মনে করা হচ্ছে।