মালগাড়ির চাকা জ্যাম হয়ে ব্যাহত ট্রেন চলাচল, যানজট মুরারইয়ে

নিজস্ব প্রতিবেদন : মঙ্গলবার সকালে মুরারই স্টেশনের কাছে একটি মালগাড়ির চাকা জ্যাম হয়ে বিপত্তির সৃষ্টি হয়। স্টেশনের ঠিক আগেই ওই মালগাড়িটির চাকা জ্যাম হয়ে যায়। যার ফলে ডাউন লাইনে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। পাশাপাশি ঘটনাটি স্টেশনের ঠিক আগেই ঘটার ফলে ওই দীর্ঘ সময় বন্ধ হয়ে পড়ে থাকে রেলগেট। সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুরারই স্টেশন ঢোকার আগেই একটি মালগাড়ির চাকা জ্যাম হয়ে যায়। যার ফলে সেই মালগাড়িটি লাইনের উপর আটকে পড়ে প্রায় ১ ঘন্টা। ঘন্টাখানেক আটকে থাকার পর কোনরকম মেরামত করে সরিয়ে নিয়ে যাওয়া। তারপরেই স্বাভাবিক হয় ট্রেন চলাচল, খোলে রেলগেট।

মঙ্গলবার সকালে এমন বিপত্তির ফলে মুরারইয়ে ডাউন রেললাইনে রেল যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে। বিভিন্ন দূরপাল্লার ট্রেন আটকে পড়ে অন্যান্য স্টেশনে। সমস্যায় ভুগতে হয় রেলযাত্রীদের। পাশাপাশি ওই দীর্ঘ সময় রেলগেট আটকে থাকার ফলেও এলাকার নিত্যযাত্রীদের রেললাইন পারাপার করা বন্ধ হয়ে পড়ে। ব্যাপক যানজটের সৃষ্টি হয় এলাকায়।

প্রসঙ্গত, মুরারই স্টেশনের কাছে এই ব্যস্ততম এলাকায় রেললাইন পারাপারের জন্য সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি রয়েছে ওভারব্রিজের জন্য।