কবে গড়াবে লোকাল ট্রেনের চাকা, কতটা প্রস্তুত রেল বোর্ড

নিজস্ব প্রতিবেদন : রাজ্যের ভয়ঙ্কর করোনা পরিস্থিতিতে লাগাম টানতে রাজ্য সরকারের তরফ থেকে মে মাস থেকে জারি করা হয়েছে কঠোর বিধি নিষেধ। আর সেই সময় থেকেই বন্ধ রয়েছে লোকাল ট্রেনের চাকা। তবে বর্তমানে রাজ্যের করোনা পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে। এই পরিস্থিতিতে আমজনতার মধ্যে একটাই প্রশ্ন কবে গড়াবে লোকাল ট্রেনের চাকা?

লোকাল ট্রেন চালু হওয়ার সাথে সাথে যেমন যোগাযোগ ব্যবস্থা সুগম, হয় ঠিক তেমনি এই সকল ট্রেনের ওপর নির্ভর করে অনেকের রুজি-রোজগার। যে কারণেই লোকাল ট্রেন যাতে দ্রুত চালু হয় তার দিকেই তাকিয়ে রাজ্যের হাজার হাজার মানুষ। এই পরিস্থিতিতে কি বলছে পূর্ব রেল এবং পুনরায় লোকাল ট্রেন পরিষেবা চালু করা নিয়ে কতটা প্রস্তুত রেল বোর্ড।

রাজ্যে করোনা বিধি নিষেধ এখানেই শেষ করা হবে, নাকি তা আরও বাড়ানোর পথে হাঁটবে রাজ্য সরকার তা নিয়ে সোমবার সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার। তবে তার আগেই লোকাল ট্রেন চালানোর অনুমতি নিয়ে রাজ্য সরকারের কাছে আবেদন জানাল পূর্ব রেল। আর তা নিয়ে সোমবার কোন সিদ্ধান্ত হয় কিনা তার দিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল।

রেলের তরফ থেকে জানানো হয়েছে, করোনা বিধি-নিষেধ চলাকালীন রেলের তরফ থেকে যেসকল স্পেশাল ট্রেন চালানো হচ্ছে সেই সকল ট্রেনগুলিতে দিন দিন ভিড় বাড়ছে। এই অবস্থায় বিধিনিষেধ মেনে চলা কঠিন হয়ে পড়েছে। এখন যদি কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে তার দায় বর্তাবে রেলের উপর। এই দফায় লোকাল ট্রেন বন্ধ হওয়ার আগে শিয়ালদা শাখায় ৮৮২টি লোকাল ট্রেন চালানো হতো। সেই জায়গায় বর্তমানে ১৮০টি স্টাফ স্পেশাল ট্রেন চালানো হচ্ছে।

রেলের তরফে রাজ্য সরকারের কাছে আবেদন এবং রেলের প্রস্তুতি অনুযায়ী মনে করা হচ্ছে সোমবারই লোকাল ট্রেনের চাকা গড়ানো নিয়ে নতুন একটি সিদ্ধান্ত হতে পারে। সে ক্ষেত্রে ১৫ জুনের পর থেকেই পুনরায় লোকাল ট্রেনের চাকা গড়ানোর বিপুল সম্ভাবনা রয়েছে। যদিও রেলের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্য সরকার অনুমতি দিলেই গড়াতে শুরু করবে রেলের চাকা। তবে অন্তিম সিদ্ধান্ত কি হয় তা জানার জন্য আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে।