সব JIO গ্রাহকদের দিতে হবে না অন্য নেটওয়ার্কে কল করার টাকা

নিজস্ব প্রতিবেদন : ১০ই অক্টোবর অর্থাৎ আজ থেকে জিও গ্রাহকদের রিচার্জের ক্ষেত্রে নতুন নিয়ম চালু হলো। এযাবৎ জিও গ্রাহকরা মাসিক অথবা অন্য কোনো প্ল্যান রিচার্জ করলেই সমস্ত নেটওয়ার্কে ফ্রিতে কল করতে পারতেন, কিন্তু এবার থেকে জিও ছাড়া অন্য নেটওয়ার্কে কল করতে হলে গুনতে হবে টাকা।

জিও একটি বিবৃতিতে জানিয়েছে, পরিষেবা চালুর পর গত ৩ বছরে জিওকে ভোডাফোন, এয়ারটেল ও আইডিয়াকে ইন্টারকানেক্ট ইউসেজ চার্জ হিসাবে গুনতে হয়েছে ১৩,৫০০ কোটি টাকা। আর এই ক্ষতি রুখতেই গ্রাহকদের কাছ থেকে নেওয়া হবে অন্য নেটওয়ার্কে কল করার জন্য টাকা।

অর্থাৎ এবার থেকে জিও গ্রাহকদের নিজস্ব নেটওয়ার্ক থেকে এয়ারটেল, ভোডাফোন, আইডিয়ার মত অন্য নেটওয়ার্কে কল করতে হলে আলাদা করে ভরতে হবে টপ আপ। সেই টপ আপ শুরু হয়েছে ১০ টাকা থেকে এবং কল করার জন্য প্রতি মিনিটে ৬ পয়সা করে কাটা হবে। প্রিপেড ছাড়াও পোস্টপেড গ্রাহকদের ক্ষেত্রেও একই নিয়ম চালু হতে চলেছে। পোস্টপেড গ্রাহকদের বাড়তি টাকা যোগ হবে বিলের সাথে।

View this post on Instagram

An important update for all Jio users.

A post shared by Jio (@reliancejio) on

তবে এরই মাঝে রিলায়েন্স জিও সংস্থা তাদের ইনস্টাগ্রাম প্রোফাইলের মাধ্যমে গ্রাহকদের জন্য একটি সুখবর দিয়েছেন। ইনস্টাগ্রামে তারা জানিয়েছেন, যেসকল গ্রাহকরা ৯ই অক্টোবরের আগে তাদের মোবাইলে রিচার্জ করেছেন তাদের আলাদা করে গুনতে হবে না অন্য নেটওয়ার্কে কল করার জন্য মিনিটে ৬ পয়সা করে। তবে গ্রাহকদের ততদিনই আলাদা এই পয়সা গুনতে হবে না যতদিন ওই প্ল্যানের বৈধতা থাকবে। অর্থাৎ আজ থেকে যাদের প্লান শেষ হয়ে যাচ্ছে অথবা নতুন করে রিচার্জ করছেন তাদের আলাদা করে গুনতে হবে সেই মিনিটে ৬ পয়সা।