কবে থেকে খেল দেখাবে ঘূর্ণিঝড় মোকা! বিপাকে পড়ার আগে জেনে রাখা দরকার

নিজস্ব প্রতিবেদন : বঙ্গোপসাগরে (Bay of Bengal) ঘূর্ণিঝড় মোকা (Cyclone Mocha) তৈরি হওয়ার যে সম্ভাবনা দেখা দিয়েছে তা নিয়ে রাজ্যের বাসিন্দাদের কৌতূহলের শেষ নেই। কারণ ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত থেকে তৈরি হয়েছে নিম্নচাপ আর নিম্নচাপ থেকেই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার প্রবল সম্ভবনা দেখা দিচ্ছে। আবার এই ঘূর্ণিঝড়ের প্রাক্কালে তীব্র দহনে পুড়ছে রাজ্য।

এমন পরিস্থিতিতে রাজ্যের বাসিন্দাদের মধ্যে প্রশ্ন, বঙ্গোপসাগর থেকে যে ঘূর্ণিঝড় ধেয়ে আসছে তার প্রভাব কতটা পড়বে রাজ্যে? রাজ্য কি ফের একবার ক্ষয়ক্ষতির মুখোমুখি হবে? যদি বা ক্ষয়ক্ষতির মুখোমুখি না হয় তাহলে এই ঘূর্ণিঝড় এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে নিম্নচাপের ফলে কতটা জুড়বে বাংলায়? এই সকল কৌতূহলের উত্তর দিতে বারংবার মৌসম ভবন আবহাওয়ার আপডেট দিয়ে যাচ্ছে।

সাগরে ইতিমধ্যেই তৈরি হওয়া ঘটনা ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে এবং সেই নিম্নচাপ মঙ্গলবারে পরিণত হবে গভীর নিম্নচাপে। হাওয়া অফিসের ইঙ্গিত বুধবার সেই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নেবে। এখনো পর্যন্ত হাওয়া অফিসের তরফ থেকে যে আপডেট দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর তা প্রথমে পূর্ব উপকূলের দিকে এগিয়ে যাবে।

পূর্ব উপকূলের দিকে এগিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে বাংলা কি দুর্যোগ থেকে রক্ষা পাবে? উত্তর খুঁজছেন আবহবিদরা। মৌসম ভবনের পূর্বাঞ্চলীয় প্রধান সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে তৈরি নিম্নচাপ মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর আন্দামান সাগরে পৌঁছে ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলার উপর অতটা পড়বে না বলেই আশা করছেন আবহবিদরা। যদিও এখনো পর্যন্ত নিশ্চিতভাবে জানানো হয়নি ঘূর্ণিঝড়ের গতিপথ বাংলা এগিয়ে যাবে কিনা। তবে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগে বাংলার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রী ছুঁয়ে ফেলবে অথবা পার করবে।