কে এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যার এজলাসে কাঁপছে রাজ্য

নিজস্ব প্রতিবেদন : এসএসসি হোক অথবা ডিএ, এই সকল মামলাকে কেন্দ্র করে এখন চর্চায় উঠে এসেছেন দুজন বিচারপতি। একজন হলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং আরেকজন হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগ। তবে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একসময় স্কুল সার্ভিস কমিশনেরই আইনজীবী ছিলেন। যদিও তার ক্যারিয়ার শুরু হয়েছিল একজন WBCS অফিসার হিসাবে। তবে এই চাকরি ছেড়ে দেওয়ার পর তিনি আইন নিয়ে পড়াশোনা করেন। এরপর অতিরিক্ত বিচারপতি হিসাবে কলকাতা হাইকোর্টে তিনি যোগ দেন ২০১৮ সালের ২ মে। পরবর্তীতে ২০২০ সালের ৩০ জুলাই হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসাবে কাজ শুরু করেন।

এর আগে তিনি দশ বছর ধরে আইনজীবী হিসাবে কাজ করেছেন। ন্যাশনাল ইন্সিওরেন্সের মতো গুরুত্বপূর্ণ মামলাও তাকে লড়তে দেখা গিয়েছে। অন্যদিকে ২০২১ সাল থেকেই পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির অভিযোগের মামলায় একের পর এক নির্দেশ দিয়েছেন তিনি। বিচারপতি গঙ্গোপাধ্যায়ই এখন এসএসসি চাকরিপ্রার্থীদের কাছে আশা-ভরসার পীঠস্থান। নেট মাধ্যমে প্রশংসাও কুড়োচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এযাবত সবচেয়ে বড় উল্লেখযোগ্য নির্দেশ হলো, এসএসসি মামলায় মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর শিক্ষকতার চাকরি কেড়ে নেওয়া এবং ৪১ মাসের বেতন ফিরিয়ে দেওয়ার নির্দেশ। এসএসসি সংক্রান্ত মামলা কেবলমাত্র সিবিআইয়ের হাতে তুলে দেওয়ায় নয়, এর পাশাপাশি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মত ব্যক্তিত্বকেও বেকায়দায় ফেলে দিয়েছেন তিনি।

দুর্নীতি মামলা ছাড়াও এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৭৬ বছরের বৃদ্ধা শিক্ষিকা শ্যামলী ঘোষকে ২৫ বছরের বকেয়া বেতন পাইয়ে দেওয়ার ব্যবস্থা করিয়ে দিয়েছেন। ক্যানসার আক্রান্ত শিক্ষিকার ১২ দিনের বেতন কেটে নেওয়ায় প্রধান শিক্ষকের পদ কেড়ে নিয়েছেন তিনি। পাশাপাশি ওই প্রক্রিয়া দ্রুত মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।