গাড়ির টায়ারের রং কেন সব সময় কালো হয়, অন্য রঙের কেন হয় না

নিজস্ব প্রতিবেদন : যানবাহনের সঙ্গে আমরা প্রত্যেকেই পরিচিত। কারণ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের ক্ষেত্রে এই যানবাহনে সম্বল হয়ে দাঁড়িয়েছে। যানবাহন চলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল চাকা। চাকার সঙ্গে আবার জড়িয়ে রয়েছে টায়ার। টায়ার আমরা প্রত্যেকেই দেখেছি এবং দেখা যায় প্রতিটি টায়ারের রং কালো হয়।

টায়ারের দাম যত দামি হোক না কেন অথবা দুই চাকা, চারচাকা, ১০ চাকা সব ধরনের গাড়ির টায়ারের রং কালোই হয়। অন্য কোন রংয়ের হয় না কেন? টায়ার যত দামিই হোক না কেন এর রং কালোই হয়ে থাকে, অথচ ১২৫ বছর আগে এই টায়ারের রং ছিল সাদা।

যে রাবার দিয়ে টায়ার তৈরি করা হয়ে থাকে সেই রাবারের তার নাম বয় মিল্কি হোয়াইট অর্থাৎ দুধ সাদা। কিন্তু সেই রাবার মজবুত হয় না এবং তাকে মজবুত করার জন্য অন্যান্য শক্তিশালী পদার্থ মেশাতে হয়। আসলে এই মিল্কি হোয়াইট রাবারের সঙ্গে ব্ল্যাক কার্বন মেশানো হয় এবং তার ফলেই টায়ার শক্তিশালী হয়ে ওঠে। পাশাপাশি এই ব্ল্যাক কার্বন মেশানোর ফলে টায়ারের রং কালো হয়ে যায়।

অটোমোবাইল পার্টস এবং রাস্তা দিয়ে গাড়ি চলার সময় বিপুল পরিমাণে তাপ উৎপন্ন হয়। বিপুল পরিমাণে উৎপন্ন হওয়া সেই তাপ সহ্য করার ক্ষমতা রয়েছে কার্বনের। রাবারের সঙ্গে কার্বন মিশিয়ে এই টায়ার তৈরি হওয়ার কারণেই সেই তাপ সহ্য করে টায়ার গলে যায় না।

মূলত মিল্কি হোয়াইট রাবারের সঙ্গে কার্বন মেশানোর ফলে যে শক্তিশালী টায়ার তৈরি হয় তার কারণেই টায়ারের রং কালো হয়ে থাকে এবং প্রতিটি গাড়ির টায়ারের রং কালো হয়। যে কারণেই বছরের পর বছর ধরে যে সকল টায়ার গাড়ির চাকায় ব্যবহার করা হয়ে থাকে তাদের রং কালো।