ওষুধের পাতায় কেন এমন খালি অংশ থাকে, কারণ জানলে অবাক হবেন

নিজস্ব প্রতিবেদন : ওষুধ এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস যা নিত্য প্রয়োজনীয় জিনিসের তালিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা অধিকার করেছে। বিভিন্ন কারণে অধিকাংশ বাড়িতেই নিত্যদিন ওষুধের ব্যবহার হয়ে থাকে। অনেক ওষুধের পাতায় দেখা যায় ওষুধ থাকার পাশাপাশি একই রকম ভাবে খালি অংশ থাকে। কিন্তু কেন এই খালি অংশ থাকে তা অধিকাংশ মানুষই জানেন না।

লক্ষ্য করলে দেখা যাবে, যে সকল ওষুধের দাম যত বেশি সেই সকল ওষুধের পাতায় তত বেশি খালি অংশ থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় গোটা ওষুধের পাতায় অধিকাংশ জায়গা খালি রয়েছে আর মাত্র একটি দুটি ওষুধ রয়েছে। এই বিষয়টিকে অনেকেই ওষুধ নির্মাতা সংস্থার ভুল ভেবে থাকেন। কিন্তু আসলে তা নয় এবং এর কারণও রয়েছে অবাক করা।

আসলে ওষুধের পাতায় এইভাবে খালি অংশ রাখা ওষুধ নির্মাতা সংস্থার কোন ভুল নয় অথবা ওষুধের ওই পাতা দেখতে সুন্দর করার কোন কৌশল নয়। বিশেষ কারণে এবং ইচ্ছে করেই ওষুধের পাতায় খালি অংশ রাখা হয়। কেন সেই খালি অংশ রাখা হয় চলুন দেখে নেওয়া যাক।

অনেক ওষুধ রয়েছে যেগুলি বহু মূল্যবান এবং জীবনদায়ী। সেই সকল ওষুধ বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠানো হয়। যে কারণে সব ওষুধের পাতায় আবার এই ধরনের খালি অংশ থাকে না। মূলত যে সকল ওষুধ দূর দূরান্তে পাঠানো হয়ে থাকে এবং দাম অনেক বেশি সেই সকল ওষুধের পাতাতেই এমন খালি অংশ রাখা হয়ে থাকে।

আসলে ওষুধের পাতায় খালি অংশ রেখে এমনভাবে ডিজাইন করা হয় যাতে করে জল, স্থল অথবা আকাশপথে দূর দূরান্তে নিয়ে যাওয়ার সময় ভেঙে না যায় অথবা নষ্ট না হয়। যেসব ওষুধের পাতায় যত বেশি ফাঁকা জায়গা থাকে সেই সকল ওষুধ বেশি দূরত্বে পাঠানো হয়ে থাকে। যাতে করে চাপ পড়লেও ওষুধ নষ্ট না হয় তার জন্য এই ব্যবস্থা করা হয়ে থাকে।

এছাড়াও অন্য একটি কারণ রয়েছে, সেটি হলো অনেক সময় একপাতা ওষুধের প্রয়োজন হয় না। সে ক্ষেত্রে দোকানদার এবং ক্রেতারা কেটে ওষুধ বিক্রি অথবা নিয়ে থাকেন। সেই জায়গায় এমন ফাঁকা অংশ থাকলে বিক্রেতাদের ওষুধ কেটে দিতে সুবিধা হয় এবং ওষুধ নষ্ট হয় না।