অবাক কারণ, পুরীর জগন্নাথ দেব মন্দিরের উপর দিয়ে উড়ে না পাখি বিমান

নিজস্ব প্রতিবেদন : দেশের যে সকল ঐতিহ্যবাহী মন্দির রয়েছে তার মধ্যে অন্যতম ঐতিহ্যবাহী একটি মন্দির হল পুরীর জগন্নাথ দেব মন্দির। এই জগন্নাথ দেব মন্দিরের সঙ্গে অনেক পৌরাণিক এবং ঐতিহাসিক কাহিনী জড়িয়ে রয়েছে। এই সকল পৌরাণিক এবং ঐতিহাসিক কাহিনীর পাশাপাশি অবাক করা বিষয় হলো পুরীর জগন্নাথ দেব মন্দিরের উপর দিয়ে কোন পাখি উড়ে না। এমনকি বিমান উড়তেও দেখা যায় না।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জগন্নাথ দেবের বাহন স্বয়ং পক্ষীরাজ গরুড় দেব। ঋকবেদে উল্লেখ রয়েছে গরুড় দেব ভগবান বিষ্ণু এবং জগন্নাথ দেবের বাহন। যে কারণে ভক্তদের বিশ্বাস, জগন্নাথ দেব মন্দির যেখানে স্বয়ং পক্ষীরাজ বিরাজ করছেন তার জন্য তার উপর দিয়ে কোন পাখি উড়ে না।

ভক্তদের এই বিশ্বাসের পাশাপাশি জগন্নাথ দেব মন্দিরের উপর দিয়ে কেন পাখি উড়ে না এর বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। বৈজ্ঞানিক ব্যাখ্যায় বলা হয়েছে, পুরীতে সমুদ্র তীরবর্তী এলাকায় অবস্থিত এই ঐতিহ্যবাহী মন্দির। সমুদ্র তীরবর্তী এলাকায় মন্দির অবস্থিত হওয়ার কারণে সেখানে বাতাসের গতিবেগ অনেক বেশি। যে কারণে সেই বাতাসের গতিবেগ দূরে সরিয়ে পাখি উড়া একপ্রকার অসম্ভব। এছাড়াও এই মন্দির হাজার ফুটের বেশি উচ্চ। এটাও একটি কারণ।

মন্দিরের উপর দিয়ে কোন বিমান না উড়ার কারণ হিসেবে জানা যাচ্ছে, মন্দিরের উপর দিয়ে বিমানের কোন রুট নেই। পাশাপাশি জগন্নাথ দেব মন্দিরের উপরে থাকা নীলচক্র বিমান না উড়ার অন্যতম কারণ। জগন্নাথ দেব মন্দিরের উপরে এই চক্রের অবস্থানের কারণে সেখানে কোন ওয়ারলেস কাজ করে না। যে কারণে এই এলাকা দিয়ে বিমান চলাচল করলে যোগাযোগ ব্যবস্থা উন্নত করা যাবে না।

বিশ্বে যে সকল আশ্চর্য ধরনের ঘটনা রয়েছে তার মধ্যে পুরীর জগন্নাথ দেব মন্দিরের উপর দিয়ে এমন পাখি এবং বিমান না উড়ার ঘটনাটিও আশ্চর্য। এক্ষেত্রে অবশ্যই বিশ্বাস এবং বৈজ্ঞানিক দুই ব্যাখ্যা রয়েছে।