অবশেষে সামনে এলো আমু হাজির ৬০ বছর ধরে স্নান না করার কারণ

বর্তমানে মানুষজন খুব পরিষ্কার-পরিচ্ছন্নভাবে থাকতে পছন্দ করেন। তাই সবসময় বাড়ির চারপাশ সহ নিজেদের শরীরও পরিপাটি করে সাজিয়ে রাখেন। কিন্তু এই পৃথিবীতে এমন একজন মানুষ আছে যাকে ‘বিশ্বের নোংরাতম মানুষ’ বলা হয়। সূত্র মারফত জানা গেছে, তিনি নাকি ৬০ বছর স্নান করেননি। কেন স্নান করেননি তার কারণ জানলে আঁতকে উঠবেন আপনিও।

বিশ্বের নোংরাতম মানুষ হিসেবে যিনি পরিচিত তার নাম হলো আমু হাজির। ইরানের দক্ষিণের রাজ্য ফার্সের দেজগা গ্রামের বাসিন্দা আমু হাজির। জানা গিয়েছে ৯৪ বছর বয়সী এই ব্যক্তি নাকি ৬০ বছর ধরে স্নান না করে জীবিত ছিলেন। কিন্তু কয়েক মাস আগে তিনি স্নান করার পরেই নাকি মারা যান। কেন এমনটা হলো তার সাথে? এই সম্পর্কে একটা রহস্যময় তথ্য উঠালো সবার সামনে।

জানা গিয়েছে ৯৪ বছর বয়সী এই ব্যক্তি ৬০ বছর ধরে স্নান না করায় তার গায়ে দুর্গন্ধে ভরে গিয়েছিল। ফলস্বরূপ, তার গ্রামের অন্যান্য বাসিন্দারা তার কাছাকাছি যেতেন না।

শুধু স্নান নয়, তার সাথে সাথে তিনি তার শরীরের দিকেও খেয়াল রাখতেন না। এও জানা গিয়েছে তিনি একটি ছোট ঘরে থাকতেন, খাবার চেয়ে খেতেন। তার শখের জিনিস ছিল ধূমপান। তার জন্য তিনি একটি পাইপ ব্যবহার করতেন।

এই ব্যক্তি স্নান না করার কারণ হিসেবে জানা গিয়েছে, তিনি নাকি যৌবন বয়সে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। সেই সময় থেকেই তিনি নাকি ভয় পেতেন যে, স্নান করলে তার কোন কিছু বড় বিপদ ঘটে যেতে পারে। তাই তিনি স্নান করতেন না। এছাড়া এও জানা গিয়েছে তিনি নাকি স্নান করলে তার শরীর সেই ধকল সহ্য করতে পারবে না। ফলস্বরূপ, সেই ঘটনাই আমু হাজির সাথে ঘটলো গত রবিবার। ‘বিশ্বের নোংরাতম মানুষ’ হওয়ায় ২০১৩ সালে এই ব্যক্তিকে নিয়ে ‘দ্য চেঞ্জ লাইফ অফ আমু হাজির’ নামক একটি তথ্যচিত্র তৈরি হয়।