নিজস্ব প্রতিবেদন : একুশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সকল প্রকল্প নিয়ে এসেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য হল লক্ষ্মীর ভান্ডার। এই প্রকল্প এমন এক প্রকল্প, যা প্রতিমাসে রাজ্যের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ দেয়। ভোটের আগে এই প্রকল্প তুরূপের তাস হয়ে দাঁড়ায় রাজ্যের শাসকদলের কাছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী রাজ্যের যে সকল সাধারণ শ্রেণীর মহিলারা রয়েছেন তারা এই প্রকল্পের মধ্য দিয়ে মাসে মাসে ৫০০ টাকা করে পাবেন এবং যারা তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর রয়েছেন তারা মাসে মাসে পাবেন ১০০০ টাকা। এর পাশাপাশি বেশ কিছু শর্ত আরোপ করা হয়। সেই সকল শর্ত পূরণের ভিত্তিতে যারা আবেদন করেন তারা ইতিমধ্যেই এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন।
রাজ্য সরকারের এই প্রকল্পের পরিপ্রেক্ষিতে যে সকল শর্ত দেওয়া হয় তার মধ্যে অন্যতম একটি শর্ত হলো, উপভোক্তার বয়স হতে হবে ২৫ থেকে ৬০ বছর। এর পাশাপাশি এই প্রকল্প শুরু করার সময় বলা হয়েছিল, যারা আর্থিক সহযোগিতা সম্পর্কিত অন্য কোন সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না।
কিন্তু এবার এই নিয়মে বদল আনা হলো। বুধবার রাজ্য মন্ত্রিসভার আলোচনা বৈঠক চলাকালীন এই বদল আনা হয়েছে বলে জানা যাচ্ছে। নিয়মে বদল এনে বলা হয়েছে, ২৫ থেকে ৬০ বছর বয়সী বিধবা মহিলারা যারা বিধবা ভাতা পেয়ে থাকেন তারাও এবার এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা নিতে পারবেন। এর আগে কিন্তু তারা এই সুবিধা নিতে পারতেন না। তাদের কেবলমাত্র বিধবা ভাতা নিয়েই থাকতে হতো।
হঠাৎ করে নিয়মে এমন বদল আনার পরিপ্রেক্ষিতে মনে করা হচ্ছে, সামনেই পঞ্চায়েত ভোট আর এই পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে এমন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। তবে সে যাইহোক, এই বদল আনার পরিপ্রেক্ষিতে উপকৃত হবেন রাজ্যের বিধবা মহিলারা।