Economic Policy Of Government: বিনামূল্যে চিকিৎসা, গ্যারান্টি ছাড়াই লোন, মোদি সরকারের এই স্কিমগুলি না জানলে লস

Prosun Kanti Das

Published on:

Advertisements

The central government provides unsecured loans and free medical treatment: কেন্দ্রীয় সরকার বরাবরই জনগণের সুবিধার্থে বহু পলিসির সূচনা করেছে। কেন্দ্রে মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে যেসব পলিসি চালু হয়েছে তারমধ্যে রয়েছে বিনামূল্যে চিকিৎসার সুবিধা। এছাড়াও রয়েছে কোনরকম গ্যারান্টি ছাড়া লোন। ভারতীয় অর্থনীতির (Economic Policy Of Government) সুবিধার্থে সরকার এই সমস্ত পলিসি চালু করেছে।

Advertisements

২০১৬ সালের ১ লা এপ্রিল মোদী সরকার উজ্জ্বলা যোজনা স্কিম (Economic Policy Of Government) চালু করেছিল। এই স্কিমটির আওতায় বাড়ির যেসব মহিলারা দারিদ্র সীমার নিচে তাদের বিনামূল্যে গ্যাস কানেকশন দেওয়া হয়। মহিলারা পাশাপাশি ওভেনও নিতে পারে ফ্রিতেই। ২০১৫ সালে প্রথম চালু করা হয়েছিল প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা ও প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা। মোদি সরকারের এই স্কিম সাধারণ মানুষের পক্ষে সত্যিই লাভজনক। PMJJBY এবং PMSBY -এর মাধ্যমে সাধারণ জনগণকে কম খরচে জীবনবীমা এবং দুর্ঘটনাজনিত বীমা কভারের অ্যাক্সেস দেয় কেন্দ্র।

Advertisements

২০২০ সালের মার্চ মাসে মোদী সরকার যে স্কিমটি (Economic Policy Of Government) ঘোষণা করেছিল সেটি হল, প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনা। এটি সাধারণত কোভিডের সময় শুরু হয়েছিল। এই নতুন স্কিমটির জন্য যেসব ব্যক্তিরা দারিদ্র সীমার নিচে ছিল তাদের বিনামূল্যে চাল, আটার মতো খাবার দেওয়া হয়। কোভিড এর সময় বহু মানুষের চাকরি গিয়েছিল, ব্যবসাও ছিল বন্ধ। এমন পরিস্থিতিতে জনগণকে স্বস্তি দিতেই আনা হয়েছিল এই স্কিম। কেন্দ্রীয় সরকারের আরেকটি স্কিম সাধারণ কৃষকদের পক্ষে খুবই সুবিধাজনক। প্রধানমন্ত্রী কিষান যোজনা হল কেন্দ্রীয় সরকারের চালু করা একটি স্কিম যা শুধুমাত্র কৃষকদের জন্য চালু করা ছিল। মোদী সরকার প্রতি তিনমাস অন্তর ২০০০ টাকা করে এই যোজনার আওতায় কৃষকদের দেয়। সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হয়।

Advertisements

জিএসটি হল ভারতের ইতিহাসে একটি ঐতিহাসিক কর সংস্কার। এটি লাগু হয়েছিল প্রথম ২০১৭ সালের পয়লা জুলাই। জিএসটি চালু হবার আগে কেন্দ্র এবং রাজ্যগুলি পৃথকভাবে পণ্য ও পরিষেবার উপর কর বসিয়েছিল। আবগারি শুল্ক, পরিষেবা কর, ভ্যাট, সিএসটি, ক্রয় কর, বিনোদন কর ইত্যাদির মতো অনেক কর ছিল। জিএসটি-র ফলে এই করগুলিকে আনা হয় এক ছাতার নিচে। ২০২০ সালের জুন মাসে চালু হয় কেন্দ্রীয় সরকারের নতুন একটি স্কিম (Economic Policy Of Government)। প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডার আত্মনির্ভর নিধি স্কিমের আওতায় ছোট ব্যবসায়ীরা বিনা গ্যারান্টিতে লোন নিতে পারেন। ফুটপাতের বিক্রেতাদের অবস্থার উন্নতির জন্য এই স্কিমটি কেন্দ্রের তরফে আনা হয়েছিল।

সামাজিক নিরাপত্তার জন্য মোদি সরকার এনেছিল অটল পেনশন যোজনা। এই যোজনাটির আসল উদ্দেশ্য হলো অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের বার্ধক্য আয়ের ক্ষেত্রে নিরাপত্তা দেওয়া। মোদী সরকারের এই যোজনাতে ১৮ থেকে ৪০ বছর বয়সী যে কোনও ব্যক্তি বিনিয়োগ করতে পারেন। এই স্কিমের দ্বারা ৬০ বছর বয়সে ১০০০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত ন্যূনতম গ্যারান্টিযুক্ত পেনশন দেয়। অন্যদিকে, আপনারা অনেকেই হয়তো জানেন প্রধানমন্ত্রী জন-ধন যোজনা সম্পর্কে? ২০১৪ সালের ১৫ ই আগস্ট প্রধানমন্ত্রী নিজের ভাষণে প্রথম এই যোজনার কথা উল্লেখ করেছিলেন। ২০২১ সালের অগাস্ট মাসের তথ্য অনুযায়ী, ৪৩.০৪ কোটিরও বেশি সুবিধাভোগী PMJDY-এর আওতায় এসেছেন।

Advertisements