প্রশাসনের সহায়তায় জট কাটছে বালি ঘাটের, দাবি ঘাট মালিকদের

হিমাদ্রি মন্ডল : অতিরিক্ত বালি মজুদ করে রাখার বিরুদ্ধে দিন কয়েক আগেই ময়দানে নামে বীরভূম জেলা প্রশাসন। যে সমস্ত ঘাটগুলোতে অতিরিক্ত বালি মজুদ করা ছিল বন্ধ করে দেওয়া হয়েছিল সেই সমস্ত ঘাট গুলিকে। পাশাপাশি এফ আই আর করা হয়েছিল বেশ কয়েকটি ঘাট মালিকের বিরুদ্ধে। এরপর গত পরশুদিন একটি ডেপুটেশন দেয় বীরভূমের জেলা শাসকের বালিঘাট মালিকেরা। সেখানেই তাদের জানিয়ে দেওয়া হয় কি কারণে তাদের ঘাট বন্ধ হয়েছে, কি কারণে এফ আই আর হয়েছে তাদের নামে সমস্ত কারণ তাদের জানানো হবে। সে মত গতকাল জেলাশাসকের দপ্তরে যায় বালিঘাট মালিকরা, তাদেরকে করা দেখানো হয় তাদের করা বিভিন্ন ভুল।

এরপরই নিজেদের ভুলের কথা মেনে নেন বালি ঘাটের মালিকরা। তাদের মতে জেলা শাসকের সাথে প্রজেটিভ কথা হয়েছে, কথা বলে আমাদের মনে হয়েছে খুবই তাড়াতাড়ি এই সমস্যা থেকে আমরা মুক্তি পাব। পাশাপাশি ঘাট মালিকরা জানান জেলা জেলাশাসক মৌমিতা গোদারা বাসু ও এডিএমডিএলআরও তাদের সাথে খুবই সহযোগিতা করেছেন।