লাগবেনা ATM কার্ড, Gpay, PhonePe দিয়েই তোলা যাবে টাকা, আসছে নতুন পদ্ধতি

নিজস্ব প্রতিবেদন : কার্ড ছাড়া এটিএম কাউন্টার থেকে টাকা তোলার পদ্ধতি আনার জন্য উঠে পড়ে লেগেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ইতিমধ্যেই কেন্দ্রীয় এই ব্যাঙ্কের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, প্রতিটি ব্যাঙ্ক যেন এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে।

মূলত ডেবিট কার্ড ব্যবহার করে এটিএম কাউন্টার থেকে টাকা তোলার পর অনেক ক্ষেত্রেই লক্ষ্য করা যাচ্ছে নানান প্রতারণার ঘটনা। এবার সেই সকল প্রতারণার ঘটনা যাতে কমানো যায় তার জন্য এটিএম পরিষেবাকে ইউপিআই ভিত্তিক করে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে জানা যাচ্ছে, নতুন যে পদ্ধতি আসতে চলেছে তাতে Gpay, PhonePe ইত্যাদির মতো ইউপিআই অ্যাপ ব্যবহার করেও নগদ তোলা যাবে ATM কাউন্টার থেকে।

NCR কর্পোরেশন জানিয়েছে, দেশের প্রতিটি এটিএম মেশিন আপগ্রেড করা হচ্ছে। এই আপগ্রেড করার মধ্য দিয়ে দেশে প্রথম কার্ডলেশ ক্যাশ উইডথড্রল পরিষেবা চালু হতে চলেছে। জানা যাচ্ছে এই পরিষেবা হবে সম্পূর্ণভাবে ইউপিআই ভিত্তিক। Gpay, PhonePe সহ যাবতীয় ইউপিআই অ্যাপ ব্যবহার করে এটিএম কাউন্টার থেকে টাকা তুলতে পারবেন গ্রাহকরা। এর জন্য গ্রাহকদের স্মার্টফোনে কোনো না কোনো ইউপিআই অ্যাপ থাকতে হবে।

এই পদ্ধতি চালু হওয়ার পর যে সকল এটিএম কাউন্টারে ইউপিআই সিস্টেম যুক্ত করা হবে সেখানে গিয়ে ক্যাশ উইডথড্রল অপশন বেছে নেওয়ার পর স্ক্যান করার জন্য কিউআর কোড আসবে। এবার ব্যবহারকারীদের নিজেদের ইউপিআই অ্যাপ খুলে সেই কিউআর কোড স্ক্যান করতে হবে।

কিউআর কোড স্ক্যান করার পর কত টাকা তুলতে চাইছেন তা দিতে হবে এবং তারপর ইউপিআই পিন দিতে হবে। নতুন এই পদ্ধতি চালু হওয়ার পর প্রাথমিকভাবে সর্বাধিক ৫০০০ টাকা তোলা যাবে বলে জানা যাচ্ছে।