নিজস্ব প্রতিবেদন : অযথা নানান হোয়াটসঅ্যাপ গ্রুপে এড করে দেওয়ার পর একের পর এক বিরক্তিকর মেসেজ। এবার এই বিরক্তিকর পরিস্থিতি থেকে বাঁচাতে হোয়াটসঅ্যাপ সংস্থা নিয়ে এসেছে একটি দুর্দান্ত ফিচার। এই ফিচারের মাধ্যমে আর আপনাকে যে কেউ আপনার অনুমতি ছাড়া যেকোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ করতে পারবে না। সংস্থার তরফ থেকে লঞ্চ করা এই ফিচারটি ব্যবহার করার জন্য আপনাকে সেটিংসে কিছু পরিবর্তন করতে হবে।
সেটিংসে এই পরিবর্তন করার পর আপনাকে আর কেউ তার ইচ্ছামত হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ করতে পারবে না, পরিবর্তে আপনার কাছে আসবে একটি গ্রুপে যোগ হওয়ার ইনভিটেশন, যাতে আপনি সম্মতি দিলেই যোগ হতে পারবেন।
সংস্থার তরফ থেকে লঞ্চ করা এই ফিচারটি সক্রিয় করতে আপনাকে যা করতে হবে তা হল, প্রথমে আপনাকে হোয়াটসঅ্যাপের সেটিংসে যেতে হবে। সেখান থেকে একাউন্ট, তারপর প্রাইভেসি, তারপর গ্রুপ। সেখানে গিয়ে দেখতে পাবেন রয়েছে তিনটি অপশন। Nobody,” “My Contacts,” ও “Everyone.”। ‘Nobody’ অপশন সিলেক্ট করলে আপনাকে কেউই আপনার অনুমতি ছাড়া গ্রুপে যোগ করতে পারবে না। My Contact বেছে নিলে, আপনার মোবাইলে সেভ থাকা কন্টাক্ট নাম্বার থেকে গ্রুপে যোগ করা যাবে। আর Everyone বেছে নিলে যে কেউ আপনাকে গ্রুপে যোগ করে দিতে পারবে।
বিশেষজ্ঞদের মতামত, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফেক খবরকে ভাইরাল করা রুখতে হোয়াটসঅ্যাপের এমন পদক্ষেপ। যদিও এমন পদক্ষেপে বা ফিচারের হোয়াটসঅ্যাপের অনেক গ্রাহকই জ্বালাতন থেকে মুক্তি পাবেন।