বৃষ্টিকে উপেক্ষা করেই উমার হাতেই সাজছেন উমা

দীপক কুমার দাস : পিতৃপক্ষের অবসানে মাতৃপক্ষের শুরু। ধরণীর অন্তরাকাশে জেগে উঠেছে আলোক মঞ্জির। পত্রে পুষ্পে ছড়িয়ে পড়েছে মায়ের আগমন বার্তা। কাশের গুচ্ছ আর ছড়ানো শিউলির উপর তিনদিন ধরে ঝরে পড়ছে বৃষ্টির ধারা। কখনো ঝমঝম, আবার কখনো টিপটাপ।আকাশের মুখ ভার থাকলেও বসে নেই উমারা। রঙ তুলি নিয়ে উমার হাতেই সাজছেন উমা।

মহঃবাজারের রঘুনাথপুরের সূত্রধর পরিবারের মহিলারাও পুজোর সময় লেগে পড়েন প্রতিমার কাজে। এবার ৬৫টি দুর্গা প্রতিমা তৈরি করছেন গদাধর সূত্রধরের ছেলেরা। বৃষ্টির জন্য কাজে কিছুটা ব্যাঘাত ঘটলেও থেমে নেই কাজ। পরিবারের সদস্যরা রঙ তুলি হাতে জোরকদমে করছেন শেষ মুহূর্তের কাজ।কেউ প্রতিমার চোখ আঁকছেন। কেউ চালির কাজ করছেন, কেউ সিংহ আর অসুরকে সাজাচ্ছেন। আর পরিবারের সদস্যদের সাথে তাড়াতাড়ি বাড়ির কাজ সেরে মহিলারাও লেগে পড়ছেন।

তাদের হাতেই মৃন্ময়ী উমা পরিণত হচ্ছেন চিন্ময়ীতে।কনিকা, মাধবী, শ্যামলীরা মন্ডপে যাবার আগে সাজিয়ে তুলছেন যতনে।

শূত্রধর পরিবারের কনিকা জানান, “বাড়ির সমস্ত কাজ সেরে আমরা দুর্গা প্রতিমা গড়ার কাজে লেগে পরি। আমরা মহিলারা আলতা পরানো, পার লাগানোর মত কাজগুলি করে থাকি।”