খড়গপুর, গোরক্ষপুর নয়, বিশ্বের সবচেয়ে লম্বা রেলস্টেশন প্ল্যাটফর্মের নাম চমকে দেবে

নিজস্ব প্রতিবেদন : বিশ্বের অধিকাংশ দেশের গণপরিবহনের মেরুদন্ড রেল পরিষেবা হওয়ার পাশাপাশি ভারতীয়দের কাছেও গণপরিবহনের মেরুদন্ড রেল। রেল পুলিশ এবার ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা এবং বিভিন্ন ধরনের রেলের দেখা মেলে। এছাড়াও রয়েছে রেলস্টেশন এবং প্ল্যাটফর্ম ইত্যাদির ভিন্নতা। তবে এসবের মাঝে ভারতে রয়েছে বিশ্বের দীর্ঘতম প্ল্যাটফর্ম।

বিশ্বের দীর্ঘতম রেলস্টেশন হিসাবে দীর্ঘদিন ধরে খড়গপুর স্বীকৃতি পেলেও এখন খড়গপুর সেই স্বীকৃতি হারিয়েছে। বর্তমানে বিশ্বের চতুর্থ দীর্ঘতম রেল স্টেশন হিসেবে জায়গা রয়েছে খড়্গপুর রেল স্টেশনের। ১ হাজার ৭২ মিটার লম্বা প্ল্যাটফর্ম থাকার কারণে দীর্ঘদিন খড়গপুর রেল স্টেশন বিশ্বের দীর্ঘতম রেল স্টেশন প্লাটফর্ম হিসাবে জায়গা করেছিল।

খড়গপুরকে ছাপিয়ে এখন উত্তরপ্রদেশে তৈরি হয় বিশ্বের দীর্ঘতম রেল স্টেশন প্ল্যাটফর্ম। উত্তরপ্রদেশের গোরক্ষপুরে ১ হাজার ৩৬৬ মিটার লম্বা প্ল্যাটফর্ম তৈরি হওয়ার পর গোরক্ষপুর রেল স্টেশন বিশ্বের দীর্ঘতম রেল স্টেশন প্লাটফর্ম হিসেবে জায়গা করে নেয়। তবে এবার গোরক্ষপুরের রেল স্টেশন প্লাটফর্মকেও পিছনে ফেলে দিল ভারতেরই আরেকটি রেল স্টেশন প্লাটফর্ম।

বিশ্বের সবচেয়ে লম্বা রেলস্টেশন প্লাটফর্ম হিসাবে এখন জায়গা করে নিয়েছে কর্নাটকের হুবলি জংশন। এখানকার প্লাটফর্মের দৈর্ঘ্য ১ হাজার ৫০৫ মিটার। নতুন এই প্ল্যাটফর্ম তৈরি হওয়ার ফলে হুবলি জংশন এখন দেশের পাশাপাশি বিশ্বের দীর্ঘতম রেল স্টেশন প্লাটফর্ম হিসেবে জায়গা পেয়েছে।

বর্তমানে বিশ্বের দীর্ঘতম রেল স্টেশন হিসাবে পর পর চারটি রেলস্টেশন জায়গা করে নিয়েছে যেগুলির সবকটি ভারতে। তালিকার প্রথমেই জায়গা করে নিয়েছে কর্ণাটকের হুবলি জংশন, দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশের গোরক্ষপুর স্টেশন, তৃতীয় স্থানে রয়েছে কেরালার কোল্লাম জংশন, যার প্ল্যাটফর্ম ১ হাজার ১৮০.৫ মিটার দৈর্ঘ্য এবং চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গের খড়গপুর।