বাজারে আসছে বিশ্বের সবচেয়ে সস্তায় সবচেয়ে ছোট ইলেকট্রিক গাড়ি

নিজস্ব প্রতিবেদন : ভারতের বাজারে সবচেয়ে সস্তায় চারচাকা গাড়ি আনার ঘোষণা করেই টাটা সকলের নজর কেড়েছিল। সবচেয়ে সস্তায় চারচাকা গাড়ি হিসাবে টাটা সংস্থা তাদের Tata Nano-র দাম রেখেছিল লক্ষ টাকার কিছু বেশি। যদিও লঞ্চ হওয়ার সময় এই গাড়ির দাম অনেকটাই বেড়ে যায় বিভিন্ন প্রতিকূলতার কারণে। পাশাপাশি লঞ্চ হওয়ার পর এই গাড়ি নিয়ে ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। এমনকি এই গাড়ির যেমন জনপ্রিয়তার না মেলার কারণে উৎপাদন বন্ধ করে দেয় সংস্থা।

তবে এবার টাটা ন্যানোর মতোই সবচেয়ে সস্তায় এবং সবচেয়ে ছোট একটি ইলেকট্রিক গাড়ি বিশ্ব বাজারে আসতে চলেছে। তবে এই গাড়ি টাটা সংস্থার নয়। এমন গাড়ি আনতে চলেছে চিনা মোটর প্রস্তুতকারী সংস্থা Wuling Hong Guang। তারা যে গাড়িটি আনার ঘোষণা করেছে তার নাম দিয়েছে Nano EV।

জানা যাচ্ছে, এই গাড়িটিতে চারচাকা হলেও এতে বুঝতে পারবেন চালক ছাড়া একজন। অর্থাৎ গাড়িটি হতে চলেছে টু সিটার। স্বাভাবিকভাবেই গাড়িটি টু সিটার হওয়ার দরুন বিশ্বের সমস্ত গাড়ি থেকে ছোট চারচাকা গাড়ি হিসাবেই লঞ্চ হতে চলেছে। এই গাড়িটির টার্নিং রেডিয়াস ৪ মিটারের থেকেও কম হতে পারে। লম্বায় ২,৪৯৭ এমএম, চওড়ায় ১,৫২৬ এমএম, উচ্চতায় ১,৬১৬ এমএম হতে পারে এবং এতে থাকতে পারে ১,৬০০ এমএম-এর হুইলবেস।

এই ইলেক্ট্রনিক গাড়িটি সম্পর্কে আর যা জানা যাচ্ছে তাতে ৩৩ পিএস ক্ষমতাসম্পন্ন ইলেকট্রিক মোটর থাকতে পারে। এই ইঞ্জিনটি সর্বোচ্চ ৮৫ এনএম টর্ক উৎপন্ন করবে এবং এই গাড়ির সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০ কিলোমিটার। এর পাশাপাশি এই গাড়িটি একবার চার্জ করলে ৩০৫ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে বলে দাবি করছে সংস্থা।

আকারে ছোট হলেও এই গাড়িটির সঙ্গে সুরক্ষার দিক দিয়ে কোন রকম আপোষ করা হয়নি বলে সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে। এই ইলেকট্রিক গাড়িতে রয়েছে ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল সিস্টেম, এবিএস ফেসিলিটি, ইলেকট্রনিক পার্কিং ব্রেক, আইসোফিক্স চাইল্ড সিট মাউন্ট, স্পিড পেডেস্ট্রিয়ান ওয়ার্নিং, রিভার্সিং ক্যামেরা, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, এয়ার কন্ডিশনিং, কিলেস এন্ট্রি সিস্টেম, টেলিমেটিক্স সিস্টেম, এলইডি হেডলাইট এবং ৭ ইঞ্চির ডিজিটাল স্ক্রিনের মত একাধিক ফিচার। CarNewsChina-র রিপোর্ট অনুযায়ী গাড়িটির দাম হতে পারে ২০,০০০ ইউয়ান, যা ভারতীয় মুদ্রায় ২ লক্ষ ৩০ হাজার টাকা।