রোদ্দুর রায়ের সব রকম সোশ্যাল অ্যাকাউন্ট বন্ধের দাবি, থানায় লিখিত অভিযোগ

অমরনাথ দত্ত : রবীন্দ্র সঙ্গীতকে বিকৃতি করে সোশ্যাল মিডিয়ার সেনসেশন হয়ে ওঠা রোদ্দুর রায়ের বিরুদ্ধে এবার শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের। পাশাপাশি তার সব রকম সোশ্যাল অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার দাবি তুলল শান্তিনিকেতনের পড়ুয়াদের একাংশ।হাতে ব্যানার, পোস্টার নিয়ে মিছিল করে তারা বুধবার শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পাশাপাশি তাদের আরও দাবি, চিরকালের জন্য শান্তিনিকেতনে দরজা এই রোদ্দুর রায়ের জন্য বন্ধ করে দেওয়া হোক।

রবীন্দ্রনাথ ঠাকুরের গান বিকৃতি করে ও অপসংস্কৃতির প্রচারের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়। সোশ্যাল মিডিয়ায় রোদ্দুর রায়ের গাওয়া রবীন্দ্র সংগীতের কয়েকটি পংক্তি নিয়ে চরম বিতর্কের সৃষ্টি হয়। রবীন্দ্র সঙ্গীতের ভাষায় অশ্লীল ভাষা যোগ করে বিকৃত করার অভিযোগ রোদ্দুর রায়ের বিরুদ্ধে।

রোদ্দুর রায়ের বিকৃত করা রবীন্দ্র সঙ্গীতের কয়েকটি লাইন নিয়ে দিন কয়েক আগেই উত্তাল হয়েছিল গোটা বাংলা। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন পড়ুয়ারা তাদেরকে সেই বিকৃত রবীন্দ্রসঙ্গীতের ভাষা লিখে সমালোচনার সম্মুখীন হয়েছিলেন। আর তারপর থেকেই বিশিষ্টজনেরা এই রোদ্দুর রায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে শুরু করেন। তবে এর পরেও রোদ্দুর রায় থেমে যেতে চাননি।তিনি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, “জেলে পুরা হলেও তিনি তার কাজ চালিয়ে যাবেন।”

এদিন বিশ্বভারতীর পড়ুয়ারা শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করে জানান, “ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করার জন্য রোদ্দুর রায় যেভাবে বিকৃত মস্তিষ্ক দিয়ে জাল বুনছেন, সোশ্যাল মিডিয়ায় প্রচার করছেন, নিজের নাম প্রচার করছেন আমাদের বিরোধিতা সেখানেই। নিজের প্রতিভা দেখানোর জন্য অন্য অনেক পথ আছে। তবে রবীন্দ্রনাথের নামকে কেন বিকৃত করা হচ্ছে? আমরা চাই তার সব রকম সোশ্যাল অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হোক, পাশাপাশি চিরকালের জন্য শান্তিনিকেতনের দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হোক।”