ঠেলায় পড়ে Xiaomi তাদের স্মার্টফোনে আনছে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদন : স্মার্টফোনের বাজারে ভারতে বিপুল অংশের বাজার দখল করে বসে রয়েছে Xiaomi। তবে দিন কয়েক আগেই এই সংস্থা ক্ষোভের মুখে পড়ে, যখন ভারত সরকারের তরফ থেকে ৫৯ টি চিনা অ্যাপ নিষিদ্ধ করা হয়। Xiaomi-র ফোনে বেশ কিছু অ্যাপ রয়েছে যেগুলি প্রি-ইনস্টল অবস্থায় আসে। যেগুলিকে ব্যবহারকারীরা ইচ্ছে করলে আনইন্সটল করতে পারেন না। তবে এবার ভারত সরকারের তরফ থেকে নতুন করে Mi Browser আরও ১৫ টি অ্যাপ নিষিদ্ধ করার পর ঠেলায় পড়ে নতুন আপডেট আনার ঘোষণা করল Xiaomi।

বৃহস্পতিবার নতুন করে ভারত সরকারের তরফ থেকে Mi Browser আরও ১৫ টি অ্যাপ নিষিদ্ধ করার পরই বিশেষজ্ঞরা মতামত পোষণ করেছিলেন, এর ফলে Xiaomi-র বিক্রি বাটায় প্রভাব পড়বে। তবে শুধু বিশেষজ্ঞদের মতামত নয় এই প্রভাবের কথা বুঝতে পেরেই স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা Xiaomi তাদের স্মার্টফোনের নতুন আপডেট আনার কথা ঘোষণা করলো। বৃহস্পতিবার সংস্থার তরফ থেকে টুইটারে জানানো হয়েছে, “Xiaomi নতুন একটি আপডেট নিয়ে আসছে। যে আপডেট আসার পর নিষিদ্ধ হওয়া কোনরকম অ্যাপ ফোনে থাকবে না।” পাশাপাশি তাদের তরফ থেকে এটাও দাবি করা হয়েছে যে, “MIUI Cleaner অ্যাপ ভারতে বন্ধ হওয়া Clean Master দ্বারা পরিচালিত হয় না।”

Xiaomi-র বিভিন্ন ধরনের স্মার্টফোনে MIUI অ্যান্ড্রয়েড ভার্সনে Mi Browser, Mi Pay, Mi Video, Mi Video call বা Mi Community-র মত বেশ কিছু অ্যাপ রয়েছে যেগুলি ব্যবহারকারীরা ইচ্ছে করলে কোনভাবেই আনইন্সটল করতে পারতেন না। যে কারণে সংস্থার উপর সাধারণ মানুষের ক্ষোভ ছিল এটাই যে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। তবে এবার কেন্দ্র সরকারের তরফ থেকে একের পর এক চিনা অ্যাপ নিষিদ্ধ হওয়ার পরিপেক্ষিতে ঠেলায় পড়ে নতুন আপডেট আনার সিদ্ধান্ত নিল Xiaomi বলে মনে করছেন বিশেষজ্ঞরা।