আগাম মিলবে ভূমিকম্পের পূর্বাভাস, নয়া প্রযুক্তির স্মার্টফোন আনছে Xiaomi

নিজস্ব প্রতিবেদন : প্রাকৃতিক দুর্যোগের মধ্যে অন্যতম ভয়ঙ্কর দুর্যোগ হলো ভূমিকম্প। প্রতিবছর বিশ্বের বিভিন্ন জায়গায় এই ভূমিকম্পের কারণে অজস্র মানুষকে প্রাণ হারাতে হয়। সম্প্রতি আবার এই ভূমিকম্পের ঘন ঘন দেখা মিলছে বিশ্বের পাশাপাশি ভারতের বিভিন্ন এলাকায়। যার পরিপ্রেক্ষিতে ভূমিকম্পের নাম শুনলেই আতঙ্কিত হয়ে ওঠেন সাধারণ মানুষ। এমত অবস্থায় Xiaomi আনছে নয়া প্রযুক্তির স্মার্টফোন, যাতে পাওয়া যাবে আগাম ভূমিকম্পের পূর্বাভাস।

আগাম ভূমিকম্পের পূর্বাভাস দেবে এমন স্মার্টফোন আনতে চলেছে Xiaomi এমনটাই দাবি করা হয়েছে একটি টেক ওয়েবসাইটের তরফ থেকে। ওই ওয়েবসাইটের দাবি, অত্যাধুনিক এই প্রযুক্তির জন্য চিনা সংস্থাটি অত্যাধুনিক পেটেন্টের আবেদন নিয়েছে।

নতুন যে পেটেন্টের কথা বলা হয়েছে সেটি হল ‘মেথড অ্যান্ড ইকুইপমেন্ট ফর রিয়ালাইজিং সিসমিক মনিটরিং অফ মোবাইল ডিভাইসেস’। এরই এক প্রযুক্তি নজর রাখবে ভূকম্পনের গতিবিধির উপর।

প্রতিবছর ভূমিকম্পের কারণে অজস্র ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির ঘটনা আতঁকে দেয় সাধারণ মানুষকে। এমন পরিস্থিতিতে এই চিনা সংস্থা যদি এমন স্মার্টফোন আনতে সক্ষম হয় তাহলে তা সাধারণ মানুষের কাছে বাড়তি উপহার বলেই মনে করা হচ্ছে। যদিও এই প্রযুক্তি কিভাবে কাজ করবে তা সম্পর্কে কোথাও কিছু প্রকাশ করা হয়নি। তবে এই প্রযুক্তি বাস্তবায়িত হলে, মানুষ আগে থেকে ভূকম্পনের বিষয়ে টের পাবেন এবং নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিতে পারবেন।

গত ২০ বছরের হিসাব কষলে লক্ষ্য করা যাবে, যেসকল প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটেছে তার ৮% এই হল ভূমিকম্প। আর এই ভূমিকম্পের কারণে লক্ষ লক্ষ মানুষ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। প্রাণহানির সংখ্যাটাও কম নয়। এমত অবস্থায় সম্প্রতি ভূমিকম্পের পূর্বাভাস দেবে এমন স্মার্টফোনের বিষয়ে যে দাবি করা হয়েছে তাতে আশার আলো দেখছেন আমজনতারা।