এইভাবে পেমেন্ট করলে বাঁচবে বিদ্যুৎ খরচ, ইলেকট্রিক বিলে ছাড়ের ক্ষেত্রে ঘোষণা WBSEDCL-র

নিজস্ব প্রতিবেদন : আমজনতার দৈনন্দিন জীবনের খরচের সঙ্গে জড়িয়ে রয়েছে বিদ্যুতের বিল। কারণ এই বিদ্যুৎ ছাড়া এখন এক মুহূর্ত চলতে পারে না তাদের। টিভি, ফ্রিজ, এসি থেকে শুরু করে ন্যূনতম আলো, ফ্যান চালাতেও বিদ্যুতের প্রয়োজন হয়। বিদ্যুতের এই বিপুল ব্যবহারের ফলে দিন দিন খরচ বাড়ছে।

বর্তমানে মানুষের বাড়িতে এত সংখ্যক ইলেকট্রনিক্স গ্যাজেট এসে পৌঁছেছে, আগে যেখানে ১০০ ওয়াটের বাল্ব জ্বালিয়েও মাসে যে পরিমাণ বিদ্যুৎ খরচ হতো তা এখন ৪০ ওয়াটের এলইডি বাল্ব জ্বালিয়েও খরচ বেড়ে গিয়েছে। আসলে বিভিন্ন ধরনের গ্যাজেট বাড়ির আনাচে-কানাচে জায়গা করে নেওয়ার কারণেই এই খরচ বাড়ছে। এছাড়াও খরচ বাড়ছে বিদ্যুতের ইউনিটের দাম বৃদ্ধি পাওয়ার ফলে।

তবে এই পরিস্থিতিতেও বিদ্যুতের বিল জমা দেওয়ার ক্ষেত্রে পাওয়া যেতে পারে ছাড়। WBSEDCL-এর তরফ থেকেই এই ছাড়ের কথা জানানো হয়েছে। তাদের ঘোষণা অনুযায়ী যে কোন ব্যক্তি ইলেকট্রিক বিল জমা দেওয়ার ক্ষেত্রে ১% ছাড় পেতে পারেন যদি নির্দিষ্ট নিয়ম মেনে বিল জমা দেন। কি সেই নির্দিষ্ট নিয়ম?

পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রাজ্যজুড়ে খোলা হয়েছে বাংলা সহায়তা কেন্দ্র। এই সকল বাংলা সহায়তা কেন্দ্রে বিদ্যুতের বিল জমা নেওয়া থেকে শুরু করে বিভিন্ন কাজ করা হয়ে থাকে। এখন কেউ যদি তার বিদ্যুতের বিল এই বাংলা সহায়তা কেন্দ্রে জমা দেন তাহলে তিনি এই ছাড় পেতে পারেন।

বাংলা সহায়তা কেন্দ্রে মূলত ই-পেমেন্টের মাধ্যমে ইলেকট্রিক বিল জমা দেওয়া হয়। সেক্ষেত্রে কোন গ্রাহক যদি WBSEDCL-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকেও অনলাইনে তাদের বিদ্যুতের বিল জমা দিয়ে থাকেন তাহলেও তিনি এই ছাড়ের সুযোগ পাবেন। এই ছাড় পরবর্তী বিদ্যুতের বিলের সঙ্গে অ্যাডজাস্ট করা হয়।