অগ্নিমূল্য বাজারে আয় কমানোর জাপানি টোটকা

নিজস্ব প্রতিবেদন : রান্নার গ্যাস সিলিন্ডারের দাম আকাশছোঁয়া। ভোজ্য তেলের দাম আকাশছোঁয়া, শাকসবজি, চাল, ডাল, মাছ, ডিম, মাংস কোন কিছুরই দাম এখন হাতের নাগালে নেই। এমন অবস্থায় অধিকাংশ মানুষের ক্ষেত্রে যা লক্ষ্য করা যাচ্ছে তা হল, আয়ের থেকে ব্যয় বেশি হয়ে দাঁড়াচ্ছে। ফলে সঞ্চয় তো দূরের কথা, ভালোভাবে সারা মাস পের করাটাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। তবে এই পরিস্থিতিতে আয় কমানোর জন্য রয়েছে একটি জাপানি টোটকা।

আয় কমানোর জন্য যে জাপানি টোটকা রয়েছে তাকে বলা হয়ে থাকে কাকিবো। অনেকে মনে করেন এই পদ্ধতির মাধ্যমে সহজে সংসার খরচ বাঁচানো যায়। পাশাপাশি এই পদ্ধতি অনুসরণ করে সঞ্চয়ের পথ খুঁজে পাওয়া যায় সহজেই। জাপানি ভাষায় এই কাকিবো শব্দের অর্থ হলো সংসারের আর্থিক খরচের হিসাব বই।

জাপানের এই পদ্ধতি নিয়ে লেখিকা ফুমিকো চাইবা একটি বই লিখেছিলেন যার নাম হল কাকিবো: দ্য জাপানিজ আর্ট অফ বাজেটিং এন্ড সেভিং মানি। ওই বই থেকে জানা যায় জাপানে এই পদ্ধতি চালু হয় ১৯০৪ খ্রিস্টাব্দে। সেই সময় জাপানের মহিলাদের বাইরে গিয়ে কাজ করার চল ছিল না। তারা বাড়িতে সংসার সামলাতেন। অল্প খরচে ভালভাবে সংসার চালানোর জন্য এই পদ্ধতি চালু হয়েছিল বলে মনে করা হয়।

বিভিন্ন জায়গা থেকে এই পদ্ধতি সম্পর্কে যে তথ্য পাওয়া যায় তা থেকে জানা যাচ্ছে, এর প্রথম শর্তই হলো খরচের হিসাব লিখে রাখা। প্রতিদিন অথবা সাপ্তাহিক আয় ও ব্যয়ের খরচের হিসাব লিখে রাখতে হবে একটি খাতায়। খরচের এই তালিকা থেকে যেন কোন কিছু বাদ না যায়। সে বাড়ি ভাড়া হোক অথবা ওষুধের খরচ বা হোটেল রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া। এর পাশাপাশি সঞ্চয়ের জন্য কত টাকা রাখবেন তাও লিখে রাখতে হবে।

এরপর আয় থেকে আগাম খরচ বাদ দিতে হবে। পাশাপাশি দেখে নিতে হবে কোন খরচগুলি না করলেও চলবে। সেই অনুযায়ী পুরো মাস চালাতে হবে। এই পদ্ধতিতে নাকি ৩৫ শতাংশ খরচ কমানো যায়। যদিও অনেকেই এই তথ্য মানতে রাজি নন। তাদের মতে মাসের প্রথমেই খরচের হিসাব হলে দুশ্চিন্তা জমে যাবে মাথায়। তবে তা হলেও অনেকেই এই পদ্ধতি অনুসরণ করে সুফলতা পেয়েছেন বলে জানিয়েছেন।