মনমতো রঙিন ছবি দিয়ে Voter Card তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

নিজস্ব প্রতিবেদন : ভোটার আইডি কার্ড সচিত্র হলেও সেই কার্ডে যে ছবি থাকে তা দেখে বোঝা দায় এই ছবি কার! যে কারণে এই আইডি কার্ডের ছবি নিয়ে ভারতীয় নাগরিকদের বিস্তর অভিযোগ দীর্ঘদিনের। এবার সেই জায়গায় বাদ সাধতে চাইছে নির্বাচন কমিশন। সাদাকালো গোমড়া মুখো জগত ছেড়ে এবার সোশ্যাল মিডিয়ার মতো নিজেদের মনমতো রঙিন ছবি দিয়ে ভোটার আইডি কার্ড তৈরির সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। মূলত নবীন ভোটার ও যুব সম্প্রদায়কে আরও আকৃষ্ট করতে নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্ত বলে জানা যায়। আর নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তে তারাও বেজায় খুশি।

এর আগে পর্যন্ত ভোটার আইডি কার্ড সাদাকালো হত। যেখানে ভোটার আইডি কার্ড সচিত্র হলেও ছবি কার তা দেখে চেনা বড় দায় হয়ে পড়তো। ছবি জুড়ে থাকতো কার্বনের ছাপ। আর সেই যুগে ইতি টেনে এবার আসছে রঙিন ঝাঁ-চকচকে ছবিযুক্ত ডিজিটাল ভোটার আইডি কার্ড। আর এই ডিজিটাল ভোটার আইডি কার্ডের জন্য দেওয়া যাবে নিজের পছন্দের মত রঙিন ছবি। এখন থেকে যে সমস্ত নবীন ভোটাররা তাদের ভোটার আইডি কার্ড করাবেন তাদের সাথে এমনই রঙিন ছবি যুক্ত ডিজিটাল ভোটার আইডি কার্ড তুলে দেবে নির্বাচন কমিশন বলে জানা গিয়েছে নির্বাচন কমিশন সূত্রে।

শুধু নতুন নাম উঠানোর ক্ষেত্রেই নয়, পুরাতন ভোটাররাও তাদের পুরাতন ভোটার আইডি কার্ডের বদলে নতুন ডিজিটাল ভোটার আইডি কার্ড পেতে পারেন। আর নতুন এই ডিজিটাল ভোটার আইডি কার্ডে যুক্ত করতে পারেন নিজেদের পছন্দের মত রঙিন ছবি। এমনকি যারা ভোটার আইডি কার্ড সংশোধন করার জন্য আবেদন করেছেন তারাও পাবেন নতুন রঙিন ছবি যুক্ত রঙিন ডিজিটাল ভোটার আইডি কার্ড। এই ডিজিটাল ভোটার আইডি কার্ড হবে প্লাস্টিক কোটেড। নতুন ২১ লক্ষ আবেদন করা ভোটার আইডি কার্ডের পাশাপাশি এই সকল সংশোধনের জন্য আবেদন করা ভোটাররাও পাবেন এই নতুন ধরণের ভোটার আইডি কার্ড। আর যারা পুরাতন ভোটার আইডি কার্ড বদলে নতুন এই ডিজিটাল রঙিন ভোটার আইডি কার্ড পেতে চাইছেন তাদের ৮ নম্বর ফর্ম ফিলাপ করতে হবে। পাশাপাশি অনলাইনেও আবেদন করা যাবে। পুরাতন ভোটার আইডি কার্ডবহনকারী ভোটাররা তাদের পুরাতন ভোটার আইডি কার্ড বদলে নতুন ভোটার আইডি কার্ড পাওয়ার জন্য খরচ হবে মাত্র ২৫ টাকা।

রঙিন ছবি দেওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলি মেনে চলতে হবে

রঙিন ডিজিটাল ভোটার আইডি কার্ডে নিজের রঙিন ছবি দেওয়ার ক্ষেত্রে বেশ কতকগুলি বিষয় মনে রাখতে হবে। আর তা না হলে সেই ছবি গ্রহণযোগ্য বলে গণ্য হবে না। ছবির মাপ হতে হবে পাসপোর্ট সাইজের। ছবির মধ্যে সানগ্লাস, স্কার্ফ ইত্যাদি দিয়ে চোখ, মুখ, নাক ঢাকা থাকলে চলবে না। বিকৃত মুখের ছবি (জিভ বের করা, মুখ বাঁকা করা ইত্যাদি) হলে চলবে না।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকরা এই ডিজিটাল ভোটার আইডি কার্ড বিলি শুরু করবেন। প্রথমদিকে শহর অঞ্চলের মানুষদের হাতে ওপরে গ্রাম অঞ্চলের মানুষদের হাতে এই নতুন ভোটার আইডি কার্ড তুলে দেওয়া হবে। নতুন এই ভোটার আইডি কার্ড রঙিন ছাড়াও এই কার্ডে থাকবে বারকোড। যে বারকোডটি ইলেকশন কমিশনের EVP অ্যাপে স্ক্যান করলেই খুব সহজেই নিজের তথ্য সামনে চলে আসবে।