পুরাতন ভোটার কার্ড বদলে আসতে চলেছে নতুন ‘Smart Voter Card’

ডিজিটাল ইন্ডিয়াতে আসছে নতুন ডিজিটাল ভোটার কার্ড। জেনে নিন এর বৈশিষ্ট।

নিজস্ব প্রতিবেদন : ডিজিটাল ইন্ডিয়াতে এখন টাকা থেকে শুরু করে প্রতিটি পরিষেবায় ডিজিটাল। রেশন কার্ড থেকে প্যান কার্ড সবকিছুকেই ডিজিটাল করে তুলেছে কেন্দ্রীয় সরকার। এবার বাকি থাকলো না ভোটার কার্ডও। হ্যাঁ, এবার ভোটারকার্ডও ডিজিটাল করার পথে কেন্দ্রীয় সরকার। এই নতুন ভোটার কার্ড মাত্র ১৫ দিনের মধ্যেই পাবেন গ্রাহকরা।

ইতিমধ্যেই নির্বাচন কমিশন জানিয়েছে যে, এই নতুন ডিজিটাল ভোটার কার্ড হবে রঙিন, শুধু তাই না আগে একটা ভোটার কার্ড পেতে হলে মানুষকে নানান ঝুট ঝামেলার মধ্যে দিয়ে যেতে হতো, কিন্তু এবার সেই ঝামেলা থেকেও মুক্তি পাবে গ্রাহকরা। প্রয়োজনীয় নথি জমা দেওয়ার এক পক্ষ অর্থাৎ মাত্র ১৫ দিনের মধ্যেই মিলবে নতুন ডিজিটাল ভোটার কার্ড। শুধু তাই নয়, নতুন অনেক সুবিধা পাবেন গ্রাহকরা এই ভোটার কার্ডে। গ্রাহকদের নিরাপত্তাও আরও সুনিশ্চিত করা হবে এই কার্ডে। গোটা দেশকে একসাথে আনার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

জানা গিয়েছে, এই প্রক্রিয়া শুরুও করে দিয়েছে নির্বাচন কমিশন। যারা সদ্য যুবক যুবতী অর্থাৎ ১৮ তে পা দিয়েছেন, তারা আগামী ২৫ শে জনুয়ারির মধ্যে পাবেন নতুন ডিজিটাল ভোটার কার্ড। পুরোনো ভোটার কার্ডের তুলনায় নতুন ভোটার কার্ডে অনেক নতুন নতুন ব্যবস্থা করা হয়েছে এবং তাও বেশী দামে না, মাত্র ৩০ টাকায় গ্রাহকরা পাবেন এই নতুন ভোটার কার্ড। নতুন ব্যবস্থার মধ্যে কিছু উল্যেখযোগ্য, যেমন আগের ভোটার কার্ডে যে ল্যামিনেশনের ব্যবস্থা ছিল নতুন ভোটার কার্ডে তার বদলে প্লাস্টিক দিয়ে মালটিলেয়ার করে তার ওপর নির্বাচনের হলোগ্রাম এম বেস করা থাকবে। এছাড়াও এই কার্ডের সুরক্ষার জন্য থাকবে পৃথক বার কোড।

যাদের পুরোনো ভোটার কার্ড রয়েছে তারাও অনলাইন নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন।