‘ভাতা নয়, চাকরি চাই’, পথে নামলেন বাংলার যুবশ্রীরা

হিমাদ্রি মন্ডল : ৩ রা অক্টোবর ২০১৩ সালে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর ঘোষণা করেছিলেন ধাপে ধাপে চাকরি দেওয়া হবে পশ্চিমবঙ্গের যুবশ্রীদের, আপাতত চলবে ভাতা দেওয়ার কাজ। কিন্তু সাত বছর পার হয়ে গেলেও কাজ হয়নি কিছুই। চাকরি পাননি যুবশ্রীরা। এমনটাই অভিযোগ তুলে বীরভূমের জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন যুবশ্রী এম্প্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতির সদস্যরা। স্মারকলিপি জমা দিলেন বীরভূম জেলা শাসককে।

এদিন বেলা ১টা নাগাদ বীরভূম জেলা শাসকের দপ্তরের সামনে প্রায় ২০০ জন যুবশ্রী বিক্ষোভ প্রদর্শন করেন ও চাকরির দাবিতে স্মারকলিপি জমা দেন জেলাশাসককে। পাশাপাশি তাদের হুঁশিয়ারি যদি চাকরি দেওয়ার কাজ শুরু না হয় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা।

যুবশ্রী এম্প্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতির রাজ্য কমিটির সম্পাদক নিতাই বসাক জানান, “এ নিয়ে আমরা নবান্নে বিক্ষোভ দেখিয়েছি। কালীঘাটের চিঠি পাঠিয়েছি। কিন্তু তিনি তো চিঠি রিসিভ করেন না, তাই তার কোন প্রত্যুত্তর আমরা পাইনি। এগুলো সব চালাকি, চালাকি ছাড়া আর কিছু নয়। হাজার হাজার শিক্ষিত বেকার যুবক-যুবতীদের সাথে ছেলে খেলা হচ্ছে।”