বাংলাএক্সপি ডেস্কঃ রেশন কার্ড (Ration Card) এখন দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের প্রত্যেক বাসিন্দাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কার্ডে পরিণত হয়েছে। কেননা রেশন কার্ড থাকলে উপভোক্তারা বিনামূল্যে খাদ্য সামগ্রী পেয়ে থাকেন সরকারি প্রকল্পের আওতায়। এমন পরিস্থিতিতে যখন রেশন কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কার্ডে পরিণত হয়েছে সেই সময় নতুন করে ১ লাখ ২৪ হাজার উপভোক্তা রেশন কার্ড পেতে চলেছেন।
রাজ্য সরকারের তরফ থেকে যে ১ লাখ ২৪ হাজার উপভোক্তাকে নতুন রেশন কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা হলেন পরিযায়ী শ্রমিক (Migrant Labour)। পরিযায়ী শ্রমিকদের জন্য রেশন কার্ড (Migrant Labour Ration Card) দেওয়ার বিষয়ে এবার রাজ্য খাদ্য দপ্তর তৎপরতা শুরু করলো। তৎপরতা শুরু করার পিছনে রয়েছে শীর্ষ আদালতের নির্দেশ।
শীর্ষ আদালতের নির্দেশ রয়েছে, যে সকল পরিযায়ী শ্রমিকরা এখনো পর্যন্ত রেশন কার্ড পাননি তাদের তালিকা বের করে অবিলম্বে রেশন কার্ড দিতে হবে। রেশন কার্ড দেওয়ার শেষ সময়সীমা হিসাবে ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর। শীর্ষ আদালতের এমন নির্দেশের পরিপ্রেক্ষিতেই আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে রাজ্য খাদ্য দপ্তর পরিযায়ী শ্রমিকদের রেশন কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
পরিযায়ী শ্রমিক অর্থাৎ বাংলার যে সকল শ্রমিকরা ভিন রাজ্যে কাজ করেন তারা কিভাবে রেশন কার্ড পাবেন? রাজ্য খাদ্য দপ্তর সূত্রে জানা যাচ্ছে, যে সকল পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে রয়েছেন তাদের রেশন কার্ড দেওয়ার প্রক্রিয়াটি পুরোপুরিভাবে অনলাইনে করবে খাদ্য দপ্তর। এর জন্য খাদ্য দপ্তর ওই সকল পরিযায়ী শ্রমিকদের মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে যোগাযোগ করবে। যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা রেশন কার্ডের জন্য আবেদন করেছেন তাদের স্থানীয় খাদ্য দপ্তরে গিয়ে যোগাযোগ করবেন।
বর্তমানে এক দেশ এক রেশন কার্ড ব্যবস্থা চালু হওয়ার ফলে পরিযায়ী শ্রমিকরা হাতে রেশন কার্ড পেলেই সেই রেশন কার্ড দিয়ে ভিন রাজ্যেও খাদ্য সামগ্রী তুলতে পারবেন। ভিন রাজ্যের পাশাপাশি যদি কোন শ্রমিক পশ্চিমবঙ্গের এক জেলা থেকে অন্য জেলায় কাজে যান সে ক্ষেত্রেও কাজের জায়গায় যে কোন রেশন দোকান থেকে খাদ্য সামগ্রী পাবেন। তবে নতুন করে রেশন কার্ড দেওয়ার আগে আঞ্চলিক অফিসের ইন্সপেক্টরদের নির্দেশ দেওয়া হয়েছে, আগে কোন রেশন কার্ড রয়েছে কিনা তা খতিয়ে দেখতে।