বিশ্বের এই ১০টি দেশের ইন্টারনেট খরচ শুনলে অবাক হবেন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে অধিকাংশ ভারতীয়দের কাছে পৌঁছে গিয়েছে ফোন। পরিসংখ্যান বলছে, সাধারণ ফোনের সেই জায়গা ধীরে ধীরে দখল করছে স্মার্টফোন। ধীরে ধীরে স্মার্টফোন বাড়তে থাকার কারণে স্বাভাবিকভাবেই বাড়ছে ইন্টারনেটের ব্যবহার। ইন্টারনেটের এই অন্তর্জাল থেকে এখন আর মানুষ বেরিয়ে আসতে পারছে না।

Advertisements

ভারতের মতো দেশে ইন্টারনেটের ব্যবহার সবচেয়ে বেশি বাড়ে Jio লঞ্চ করার পর থেকে। কারণ তারাই প্রথম নিয়ে আসে 4G পরিষেবা। শুধু 4G পরিষেবা আনার কারণে ইন্টারনেটের ব্যবহার বেড়েছে এমনটা নয়, ইন্টারনেটের ব্যবহার বেড়েছে মূলত অল্প খরচে ডেটা পাওয়ার দৌলতে। একসময় যেখানে আড়াইশো টাকা বা তার বেশি খরচ করে মাত্র ১ জিবি ইন্টারনেট ব্যবহার করা যেত, সেই জায়গায় এই একই দামে এখন কয়েকগুণ ইন্টারনেট ব্যবহার করার সুযোগ বেড়েছে।

Advertisements

তবে সম্প্রতি ভারতের টেলিকম সংস্থাগুলি তাদের ট্যারিফ প্ল্যান বৃদ্ধি করেছে এবং আগামী দিনেও আরও বৃদ্ধি করা হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এই দাম বৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ তৈরি হচ্ছে গ্রাহকদের একাংশের মধ্যে। তবে জানেন কি, ভারতের মতো দেশে যে টাকায় ইন্টারনেট থেকে শুরু করে মোবাইলের অন্যান্য পরিষেবা দেওয়ার ব্যবস্থা রয়েছে তা বিশ্বের অন্যান্য দেশে অনেক ব্যয়বহুল এবং সেই খরচ শুনলে আপনি অবাক হয়ে যাবেন।

Advertisements

Cable.co.uk নামে একটি ওয়েবসাইট সম্প্রতি বিভিন্ন দেশের ইন্টারনেট খরচ নিয়ে একটি পরিসংখ্যান পেশ করেছে। সেই পরিসংখ্যান পেশ করার পাশাপাশি সেই সকল দেশে ইন্টারনেট ব্যবহার করার জন্য ব্যবহারকারীদের কত খরচ করতে হয় তার হিসেবও দেওয়া হয়েছে। তারা এই হিসেবে পেশ করেছে মূলত 1GB ডেটা ব্যবহারের পরিপ্রেক্ষিতে। চলুন দেখে নেওয়া যাক বিশ্বের দশটি দেশের ইন্টারনেট খরচ কত।

ইকুয়েটোরিয়াল গিনি, আফ্রিকার এই দেশে 1GB ডেটার জন্য ব্যবহারকারীদের খরচ করতে হয় ৪৯.৬৭ ডলার। যা ভারতীয় মুদ্রায় আনুমানিক ৩,৮৫০.৯৯ টাকা।

ফকল্যান্ড আইল্যান্ডে 1GB ডেটার জন্য ব্যবহারকারীদের খরচ করতে হয় ৪৪.৫৬ ডলার, যা ভারতীয় মুদ্রায় ৩৪৫৪.৫৬ টাকা।

সেন্ট হেলেনায় 1GB ডেটার জন্য ব্যবহারকারীদের খরচ করতে হয় ৩৯.৮৭ ডলার। যা ভারতীয় মুদ্রায় ৩০৯০.৯৬ টাকা।

সাও টোম প্রিন্সেপে 1GB ডেটার জন্য ব্যবহারকারীদের খরচ করতে হয় ৩০.৯৭ ডলার। ভারতীয় মুদ্রায় ২৪০০.৯৮ টাকা।

মালাবিতে 1GB ডেটার জন্য ব্যবহারকারীদের খরচ করতে হয় ২৫.৪৬ ডলার। ভারতের টাকায় খরচ ১৯৭৩.৮১ ডলার।

তবে এর পাশাপাশি বেশ কিছু দেশ রয়েছে যে সকল দেশে ১ জিবি ডেটা বেশ সস্তায় পাওয়া যায়। যেমন ইজরায়েলে খরচ মাত্র ০.০৫ ডলার অর্থাৎ ৩.৮৮ টাকা। কিরগিজস্তানে খরচ মাত্র ০.১৫ ডলার অর্থাৎ ১১.৬৩ টাকা। ফিজিতে খরচ ০.১৯ ডলার অর্থাৎ ১৪.৭৩ টাকা। ইতালিতে খরচ মাত্র ০.২৭ ডলার অর্থাৎ ২০.৯৩ টাকা। সুদানে খরচ মাত্র ০.২৭ ডলার অর্থাৎ ২০.৯৩ টাকা।

Advertisements