আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের ১০ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিলো হাওয়া অফিস

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গত সপ্তাহ খানেক রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পর শুক্রবার থেকে বৃষ্টির দেখা না মিলতেই শুরু হয়েছে গুমোট গরম। বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ মাত্রাতিরিক্ত থাকার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে শনিবার আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে আগামী ২৪ ঘণ্টায় ঝড় বৃষ্টির কারণে এই পরিস্থিতি থেকে মুক্তি মিলতে পারে রাজ্যের বাসিন্দাদের।

Advertisements

Advertisements

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে পাঞ্জাব থেকে সিকিম পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। আর এর কারণে সাগর থেকে বিপুল পরিমাণ জলীয়বাষ্প ঢুকেছে রাজ্যের বায়ুমন্ডলে। পরিস্থিতি এমনই তৈরি হয়েছে আগামী ২৪ ঘন্টার মধ্যে ঝড়-বৃষ্টির দেখা মিলতে পারে। ঝড়ের গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-এর দেখা মিলতে পারে।

Advertisements

[aaroporuntag]
উত্তর ও দক্ষিণবঙ্গ মিলে রাজ্যের ১০টি জেলায় এই বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির দেখা মিলতে পারে বলে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদীয়াতে ভারী থেকে অতিভারী বৃষ্টির দেখা মিলতে পারে।

Advertisements