Farmer: মিলবে ১০ লক্ষ টাকা, দারুণ সুযোগ মিলবে কৃষকদের, আবেদনের শেষ তারিখ ৩১ আগস্ট

Shyamali Das

Published on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্ক: ভোটের আগে বিভিন্ন সময় সরকারের তরফ থেকে দেশের নাগরিকদের জন্য নানান ধরনের প্রকল্প বা সুযোগ-সুবিধার ঘোষণা করা হয়ে থাকে। তবে ভোটের পরেও এবার এইরকম সুযোগ-সুবিধা বা প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার বন্দোবস্ত শুরু হল। এবার কৃষকদের (Farmer) জন্য ১০ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রে যে সকল কৃষকরা সরকারের এমন সুবিধা নিতে রাজি তাদের ৩১ আগস্টের মধ্যে আবেদন করতে হবে।

Advertisements

দেশের কৃষকদের জন্য কেন্দ্র সরকার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রকল্প চালু করে থাকে। প্রকল্পের দিক দিয়ে কেন্দ্র সরকারের থেকে কোন অংশে পিছিয়ে নেই পশ্চিমবঙ্গ সরকারও। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকেও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রকল্পের ঘোষণা করা হয়। তবে ১০ লক্ষ টাকা পর্যন্ত দেওয়ার যে ঘোষণা করা হয়েছে তা না কেন্দ্র সরকারের, না পশ্চিমবঙ্গ সরকারের। এই সুবিধা দেওয়া হচ্ছে বাংলার পড়শী রাজ্য বিহার সরকারের তরফ থেকে।

Advertisements

কৃষকদের কথা মাথায় রেখে বিহারের রাষ্ট্রীয় কৃষি যোজনার আওতায় কৃষি পণ্য সংরক্ষণের জন্য গুদাম তৈরির ক্ষেত্রে এমন বিপুল পরিমাণ টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে। বিহার সরকারের তরফ থেকে এমন গুদাম নির্মাণ প্রকল্পের ক্ষেত্রে ১০০ থেকে ২০০ টন খাদ্যশস্য মজুত রাখা যাবে এমন গুদাম তৈরি করার ক্ষেত্রে ১০ লক্ষ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে এমন গুদাম তৈরীর সংখ্যা খুব সীমিত হলেও জানা যাচ্ছে।

Advertisements

আরও পড়ুন : GPF Report: রাজ্য সরকার জেনারেল প্রভিডেন্ট ফান্ডের নিয়মে বদল, এবার সহজেই মিলবে বাৎসরিক রিপোর্ট

কৃষি কর্মকর্তা দীপক কুমার জানিয়েছেন, চলতি বছর মোট তিনটি এই ধরনের গুদাম তৈরি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। যে তিনটি গুদামের মধ্যে দুটি ১০০ টন এবং একটি ২০০ টনের। ১০০ টনের গুদাম তৈরির ক্ষেত্রে ১৪ লক্ষ টাকা এবং ২০০ টনের গুদাম তৈরির ক্ষেত্রে ২০ লক্ষ টাকা খরচ হবে। এক্ষেত্রে ২০০ টনের গুদাম তৈরি করার জন্য সাধারণ বিভাগের কৃষকদের ৮ লক্ষ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর বিভাগের কৃষকদের ১০ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে।

অন্যদিকে যারা ১০০ টনের গুদাম তৈরি করতে চান তাদের মোট খরচ যেখানে ১৪ লক্ষ টাকা হয়, সেই জায়গায় সাধারণ শ্রেণীর কৃষকদের ৫.৫ লক্ষ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর কৃষকদের ৭ লক্ষ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে। এই ধরনের গুদাম তৈরির জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে। আবেদনের ক্ষেত্রে ৩১ আগস্ট শেষ সময়সীমা। যারা আবেদন করবেন তাদের মধ্যে থেকে লটারি করে এমন অনুদান দেওয়া হবে।

Advertisements