হাওড়া থেকে বাতিল ১০টি ট্রেন! বাড়ি থেকে বের হওয়ার আগে দেখে নিন তালিকা

নিজস্ব প্রতিবেদন : ভারতের মতো দেশের নাগরিকদের কাছে রেল পরিষেবা (Indian Railways) গণপরিবহনের লাইফ লাইন হয়ে দাঁড়িয়েছে। যে কারণে এই রেল পরিষেবায় কোনরকম ব্যাঘাত ঘটলেই বিপুলসংখ্যক মানুষকে সমস্যায় পড়তে হয়। তবে যেমন দেশের কোটি কোটি মানুষ রেল পরিষেবার ওপর নির্ভর করে থাকেন ঠিক সেই রকমই এই বিপুল সংখ্যক মানুষকে সুরক্ষিতভাবে এক জায়গা থেকে অন্য জায়গা পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজন হয় রক্ষণাবেক্ষণ।

রেলের তরফ থেকে রক্ষণাবেক্ষণের জন্যই আগামী রবিবার অর্থাৎ ৩ ডিসেম্বর হাওড়া ডিভিশনের ১০টি ট্রেন বাতিল করা হয়েছে। ১০টি ট্রেন বাতিল করার পাশাপাশি বেশ কিছু ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। সময়সূচিতে পরিবর্তন আনা ট্রেনগুলি মূলত সময়ের থেকে দেরিতে ছাড়বে। তবে রবিবার এই রক্ষণাবেক্ষণের কাজ চলার কারণে অফিস কাছারির কর্মচারী এবং স্কুল পড়ুয়াদের অসুবিধার মুখে পড়তে হবে না।

মূলত হাওড়া থেকে বর্ধমান কর্ড লাইন, হাওড়া থেকে ব্যান্ডেল-নৈহাটি, বর্ধমান থেকে হাওড়া ও খানা থেকে গুমানি শাখায় রক্ষণাবেক্ষণের কাজ চলবে। এই কাজ চলার কারণে রবিবার হাওড়া থেকে বাতিল থাকবে ৩৭৩১৫ এবং ৩৭৮৩৬ লোকাল। ব্যান্ডেল থেকে বাতিল থাকবে ৩৭৫৩৪ এবং ৩৭৭৪৯ লোকাল। নৈহাটি থেকে বাতিল রাখা হচ্ছে ৩৭৫৩৩ লোকাল ট্রেনটি। তারকেশ্বর থেকে বাতিল রাখা হচ্ছে ৩৭৩২৬ লোকাল। এছাড়াও কাটোয়া থেকে বাতিল থাকবে ৩৭৭৪৮ এবং ০৩০৯৫ লোকাল। আজিমগঞ্জ থেকে বাতিল থাকবে ০৩০৯৬ লোকাল।

রক্ষণাবেক্ষণের এই কাজের জন্য এই সকল লোকাল ট্রেন বাতিল থাকার পাশাপাশি এবার দেখে নেওয়া যাক যে সকল লোকাল ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। তারকেশ্বর থেকে হাওড়া ৩৭৩২৮ লোকাল রবিবার নির্ধারিত সময়ের থেকে ৩০ মিনিট দেরিতে ছাড়বে। ৩১১৫১ শিয়ালদা থেকে বর্ধমান লোকাল ট্রেনটি নির্ধারিত সময়ের থেকে ২০ মিনিট দেরিতে ছাড়বে।

লোকাল ট্রেন ছাড়াও রক্ষণাবেক্ষণের এই কাজের জন্য এক্সপ্রেস এবং বেশ কিছু প্যাসেঞ্জার ট্রেনের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। যে সকল এক্সপ্রেস এবং প্যাসেঞ্জার ট্রেনের সময়সূচীতে পরিবর্তন আনা হয়েছে সেগুলির কোনোটি নির্ধারিত সময়ের থেকে আধঘন্টা থেকে এক ঘন্টাও পিছাতে পারে। এক্ষেত্রে রেলের আপডেটের ওপর নজর রাখতে হবে। এই সকল ট্রেনের তালিকায় রয়েছে ১৩০১৫ হাওড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেস, ১২৩৪৭ হাওড়া-রামপুরহাট শহিদ এক্সপ্রেস, ৩৭৯১৭ হাওড়া-কাটোয়া লোকাল এবং ০৩৪৭০ তিনপাহাড়-বর্ধমান প্যাসেঞ্জার।