Cooking Gas: উজ্জ্বলা যোজনা অতীত! এবার রান্নার গ্যাস নিয়ে নয়া প্রতিশ্রুতি তৃণমূলের, লাগবে না এক টাকাও

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রান্নার গ্যাস (Cooking Gas) এখন দেশের অধিকাংশ গৃহস্থালীদের কাছে অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিসে পরিণত হয়েছে। কেননা এখন রান্নার গ্যাস (LPG) ছাড়া অধিকাংশ বাড়িতেই রান্না হয় না। আবার কেন্দ্র সরকারের তরফ থেকেও বাড়ি বাড়ি রান্নার গ্যাস কানেকশন পৌঁছে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরেই প্রচেষ্টা চালানো হচ্ছে।

Advertisements

কেন্দ্র সরকারের তরফ থেকে দীর্ঘদিন ধরে রান্নার গ্যাস কানেকশন বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য চালু করা হয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্প। যে প্রকল্পের মধ্য দিয়ে সস্তায় রান্নার গ্যাস কানেকশন দেওয়ার পাশাপাশি রান্নার গ্যাস সিলিন্ডারের উপরেও বিপুল পরিমাণে ভর্তুকি দিয়ে থাকে কেন্দ্র সরকার। তবে এবার এই প্রকল্পকে অতীত করে তৃণমূলের তরফ থেকে একটি নতুন ঘোষণা করতে দেখা গেল।

Advertisements

বুধবার তৃণমূলের তরফ থেকে তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হয়। যে ইস্তেহারে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি রান্নার গ্যাস সিলিন্ডার নিয়েও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। যে প্রতিশ্রুতিতে বলা হয়েছে, বছরে ১০টি করে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে, এর জন্য এক টাকাও খরচ করতে হবে না। দেশের যে সকল মানুষেরা বিপিএল তালিকাভুক্ত তারা এই সুযোগ পাবেন। যেদিন ইন্ডিয়া জোট সরকার গড়বে সেই দিন থেকেই এই প্রতিশ্রুতি কার্যকর করা হবে।

Advertisements

আরও পড়ুন ? LPG Booking: মে মাস থেকে বাড়তে চলেছে রান্নার গ্যাস সিলিন্ডার বুকিংয়ের খরচ, কেবলমাত্র এই সকল গ্রাহকদের

এছাড়াও উল্লেখযোগ্য যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেগুলি হল, সমস্ত রেশন হোল্ডারদের ৫ কেজি করে বিনামূল্যে রেশন, রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমানো, পেট্রোল-ডিজেলের দাম কমানো, বার্ধক্য ভাতার পরিমাণ বৃদ্ধি করা, দেশের সকল দরিদ্র পরিবারের জন্য পাকা বাড়ি নিশ্চিত করা, দেশের সমস্ত জব কার্ড হোল্ডারদের ১০০ দিনের কাজ নিশ্চিত করা এবং ন্যূনতম মজুরি ৪০০ টাকা করা ইত্যাদি।

এছাড়াও একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের তুরুপের তাস প্রকল্প লক্ষ্মীর ভান্ডার নিয়েও এবারের লোকসভা নির্বাচনী ইস্তেহারে প্রতিশ্রুতি দিতে দেখা দিয়েছে। যে প্রতিশ্রুতি অনুযায়ী বলা হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে দেশের প্রত্যেক মহিলার হাতে মাসিক অর্থ তুলে দেওয়া হবে। যে প্রকল্পের মধ্য দিয়ে এখন পশ্চিমবঙ্গের মহিলাদের হাতে প্রতিমাসে ১০০০ টাকা ও ১২০০ টাকা তুলে দেওয়া হয়।

Advertisements