DA Hiked West Bengal: ৪ শতাংশ, ৮ শতাংশ অতীত! এবার বাংলার এই সরকারি কর্মচারীদের ১০% ডিএ বৃদ্ধি করল নবান্ন

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : গত কয়েক মাস ধরেই পশ্চিমবঙ্গ উত্তাল ডিএ নিয়ে। কখনো সুখবর আবার কখনো খারাপ খবর রাজ্য সরকারি কর্মচারীদের মন ভারাক্রান্ত করেই চলেছে। যেখানে রাজ্য সরকারি কর্মচারীরা (West Bengal Government Employees) কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমান হারে ডিএ দাবি করছেন সেই জায়গায় বারবার তাদের হোঁচট খেতে হয়েছে। আর এনিয়েই দীর্ঘদিন ধরে চলছে আন্দোলন, বিক্ষোভ।

রাজ্য সরকারি কর্মচারীরা যখন নিজেদের ডিএ না পেয়ে বিক্ষোভ থেকে শুরু করে আন্দোলন চালাচ্ছেন সেই সময় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে দু’দফায় চার শতাংশ করে ৮% ডিএ বৃদ্ধি করার ঘোষণা করে। কিন্তু যখন রাজ্য সরকার ডিএ বৃদ্ধি করে সর্বোচ্চ ১৪% এনেছে, সেই সময় আবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ আরও ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে পৌঁছে গিয়েছে ৫০ শতাংশে। স্বাভাবিকভাবেই ফারাক সেই থেকেই যাচ্ছে আকাশ ছোঁয়া।

তবে এমন সব ঘটনার মধ্যেই এবার নতুন একটি ঘোষণা সামনে এলো। যে ঘোষণায় স্পষ্ট, ৪%, ৮% ডিএ বৃদ্ধি অতীত, এবার একবারে ১০% ডিএ বৃদ্ধির ঘোষণা। আবার এই ঘোষণা হয়েছে পশ্চিমবঙ্গেরই কিছু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। এমনিতে পশ্চিমবঙ্গের অধিকাংশ রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় রয়েছেন, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু রাজ্য সরকারি কর্মচারী পঞ্চম বেতন কমিশনের আওতায় রয়েছেন। তাদেরই মধ্যে কিছুজনের ১০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন 👉 WB DA: ফের ৪% বাড়তি ডিএ, বাংলার সরকারি কর্মচারীদের মুখে হাসি ফোটালো রাজ্য! ১৮% ঘোষণা হতেই ধন্য ধন্য করছেন কর্মীরা

গত ১৩ জুন পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের প্ল্যানিং ও বাজেট শাখার তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিকাশ ভবন থেকে জারি করা এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের অ্যাঙ্গলে ইন্ডিয়ান প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল ও সংস্কৃত যে সকল টোল রয়েছে তাদের শিক্ষক এবং অশিক্ষিত কর্মীদের একলাফে ১০ শতাংশ ডিএ বৃদ্ধি (DA Hiked West Bengal) করা হচ্ছে। এই সকল রাজ্য সরকারি কর্মচারীদের বর্ধিত ডিএ কার্যকর হবে ১ জানুয়ারি থেকে।

বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে বর্ধিত ডিএ ওই সকল রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কার্যকর করা হচ্ছে। এর ফলে ওই সকল রাজ্য সরকারি কর্মচারীরা বকেয়া ডিএ-ও পাবেন। বর্তমানে তাদের ডিএ বৃদ্ধির ঘোষণার পর বেড়ে হয়েছে ১৫১ শতাংশ। কিন্তু এই বর্ধিত ডিএ-এর ঘোষণা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় থাকা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নয়।