Sachin Tendulkar: শচীনের এই ১০টি রেকর্ড, যা ভাঙা একপ্রকার অসম্ভব

Antara Nag

Published on:

Advertisements

ক্রিকেটের ঈশ্বর সচিন টেন্ডুলকার (Sachin Tendulkar) এপ্রিলের ২৪ তারিখ পালন করলেন তার ৫০ তম জন্ম বার্ষিকী। দেশের হয়ে তিনি প্রায় ২৪ বছর খেলেছেন। ভারতের ক্রিকেট ইতিহাসে শচীন টেন্ডুলকারের মতো রত্ন খুঁজে পাওয়া দুষ্কর। তিনি যে রেকর্ড গড়েছেন তা এখনো কেউ ভাঙতে পারেনি। শচীনের এমন কিছু কীর্তি আছে যা ভাঙা অসম্ভব। তাঁর ১০ টি বড় রেকর্ড সম্পর্কে জেনে নিন বিস্তারিতভাবে।

Advertisements

২০ বছর পর হওয়ার আগেই আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ৫টি সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন। সেই রেকর্ড এখনো অটুট। দেশের সর্বকনিষ্ঠ বোলার হিসাবেও তাঁর উইকেট নেবার রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেনি। তাঁর রেকর্ড সম্পর্কে বলতে গেলে সত্যি আপনি অবাক হবেন। আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে বেশি রান করার রেকর্ড গড়েছেন তিনি। তাঁর পুরো ক্যারিয়ার এ মোট ৩৪,৩৫৭ রান করেছেন। তার মধ্যে ওয়ান ডেতে ১৮৪২৬ রান এবং টেস্ট এ করেছেন ১৫,৯২১ রান। শচীন টেন্ডুলকারই (Sachin Tendulkar) প্রথম খেলোয়াড় যিনি ওয়ানডে ম্যাচে ২০০ রান করেছিলেন। তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই রান করে অবাক করে দিয়েছিলেন গোটা বিশ্বকে।

Advertisements

আইপিএল এ তিনি মুম্বাই ইন্ডিয়ান্স টিমের হয়ে খেলতেন। শচীন টেন্ডুলকারই (Sachin Tendulkar) আইপিএল এর প্রথম ভারতীয় খেলোয়াড় যিনি অরেঞ্জ ক্যাপ পেয়েছিলেন। ২০১০ সালে অনুষ্ঠিত আইপিএল সিজনে তিনি ১৫ টি ম্যাচ এ মোট রান করেন ৬১৮। তাঁর সম্পর্কে আরও একটি মজাদার খবর হলো, তিনি এমন খেলোয়াড় যিনি সবথেকে বেশিবার নার্ভাস নাইনটিজের শিকার হয়েছেন। অর্থাৎ ৯০ এর ঘরে এসে তিনি আউট হয়েছেন বহুবার। ওয়ান ডে ম্যাচে তিনি ১৮ বার এবং টেস্টে ৯ বার তিনি এর শিকার হয়েছেন।

Advertisements

তিনি আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। শচিন টেন্ডুলকার (Sachin Tendulkar) ৬৬৪ টি ম্যাচ খেলেছেন। তার মধ্যে টেস্ট খেলেছেন ২০০ টি, ওয়ান ডে ম্যাচ খেলেছেন ৪৬৩ টি এবং একটি আন্তর্জাতিক টি – টোয়েন্টি ম্যাচও খেলেছেন। তার বিশ্বরেকর্ড ভাঙতে পারেনি কেউ। আরো একটি বিষয়ে তিনি রেকর্ড গড়েছেন তা হলো, তাহলো একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ১৫ বার “প্লেয়ার অব দ্য সিরিজ” এবং ৬২ বার “প্লেয়ার অব দ্য ম্যাচ” নির্বাচিত হয়েছিলেন।

আরেকটি অবিস্মরণীয় রেকর্ড যা তার নামের সাথে জুড়ে রয়েছে। প্রত্যেকটা খেলোয়াড়ের কাছে এ যেন এক স্বপ্নের মত। তার ঝুলিতে রয়েছে ১০০ তে ১০০ অর্থাৎ ১০০টা সেঞ্চুরি। টেস্ট খেলায় ৫১ টি এবং ওয়ানডে ম্যাচে ৪৯ টি সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে। তার মতো রেকর্ড পৃথিবীতে আর কারো আছে কিনা সন্দেহ। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ২৬৪ বার ৫০ প্লাস রান করে রেকর্ড করেছেন। আন্তর্জাতিক স্তরে যে কোন খেলোয়াড়ের কাছে এটি একটি সর্বোচ্চ প্রাপ্তি। শচীন তেন্ডুলকার (Sachin Tendulkar) একজন উছমনের খেলোয়ার যিনি সর্বপ্রথম অর্জন করেছেন অর্জুন পুরস্কার, পদ্মশ্রী, রাজীব গান্ধী খেলরত্ন এবং ভারতরত্ন পুরস্কার। ২০০৯ সালে মাদাম তুসোর মিউজিয়ামের তার মোমের মূর্তি স্থাপন করা হয়, যা একজন খেলোয়াড় হিসেবে তার বিশেষ কৃতিত্বের পরিচয়।

Advertisements