Union Bank Home Loan: হোম লোনে ১০ হাজার টাকা ছাড়, দুর্দান্ত অফার দিচ্ছে এই ব্যাঙ্ক

10 thousand rupees discount on home loan, this bank is giving great offer: প্রত্যেকটি মানুষেরই স্বপ্ন থাকে নিজস্ব বাড়ির, তার জন্য হোম লোনের সাহায্য নেয় অনেকেই। বর্তমানে হোম লোনের ক্ষেত্রে বিশেষ ছাড় পাবে আমজনতা। যদি আপনার সিভিল স্কোর ভালো থাকে কিংবা স্যালারি স্লিপ দেখিয়ে অথবা কয়েক বছরের আইটি রিটার্ন জমা দেওয়া থাকলেই ব্যাঙ্কগুলো সাধারণ মানুষকে লোন দিতে পদক্ষেপ নেয়। আজকাল সবাই EMI এর পদ্ধতি অবলম্বন করতে চায়, কারণ হাতের নগদ বহু মানুষ খরচ করতে চায় না। এছাড়া বাড়ির কেনার জন্য একটা বিশাল অঙ্ক বিনিয়োগ করতে হয়, যা সাধারণ মধ্যবিত্তের পক্ষে সত্যি অসম্ভব। ফলে লোনের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। ব্যাঙ্কগুলোও গ্রাহকদের লোনের সুবিধা দিতে নানারকম অফার ঘোষণা করে। ফলে উপকৃত হচ্ছেন গ্রাহকরা। এবার অফার ঘোষণা করেছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Union Bank Home Loan)।

এই বিশেষ অফারটি (Union Bank Home Loan) শুধুমাত্র নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করলেই পাওয়া যাবে। যার মধ্যে গুরুত্বপূর্ণ হলো, গ্রাহকের বয়স ২১ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে। গ্রাহকের মাসিক আয় হতে হবে ১০০০০ টাকা থেকে ২০০০০০ টাকার মধ্যে হতে হবে। গ্রাহকের ক্রেডিট স্কোর অবশ্যই ৭৫০ বা তার বেশি হতে হবে। গ্রাহককে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার একটি সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে।

এই একই অফার থাকছে কার লোন গ্রহীতাদের জন্যও। এই লোনের দ্বারা কার লোন গ্রাহকেরাও কয়েক হাজার টাকা বাঁচাতে পারেন। টু-হুইলার লোনেও ছাড় পাওয়া যাবে এই লোনের ক্ষেত্রে। এর আসল কারণ হলো ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লোন (Union Bank Home Loan) গ্রাহকদের জন্য প্রসেসিং ফি পুরোপুরি মুকুব করেছে। কিন্তু সবাই এই সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন না একমাত্র যাদের ক্রেডিট স্কোর ৭০০ বা তার বেশি থাকবে তাঁরাই এই সুবিধা পাবেন বলে ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে।

কিভাবে এই অফারের সুবিধাটি আপনি পেতে পারেন? ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইট অনুসারে হোম লোনে প্রসেসিং চার্জ রয়েছে লোনের পরিমাণের ০.৫০ শতাংশ। হোম লোনের (Union Bank Home Loan) প্রসেসিং চার্জ ১৫,০০০ টাকা পর্যন্ত হতে পারে। এর সঙ্গে আলাদাভাবে যুক্ত হবে জিএসটি। বর্তমানে বেশিরভাগ মানুষই বাড়ি কিংবা ফ্ল্যাট কেনার জন্য লোনের সাহায্য নিচ্ছে এবং তারা ২০ লাখ টাকার লোন নিচ্ছেন। যদি আপনি ২০ লাখের লোন নেন প্রসেসিং ফি হিসেবে ১০,০০০ এবং জিএসটি দিতে হবে গ্রাহককে। ব্যাঙ্কের নয়া অফারে সেই প্রসেসিং ফি সরিয়ে দেওয়া হয়েছে। যদি আপনি ১৫ লাখ টাকার লোন নেন তাহলে সেই লোনে প্রসেসিং ফি হিসেবে ৭৫০০ টাকা + জিএসটি দিতে হবে গ্রাহককে। যদি গ্রাহকের ক্রেডিটস করবে সে থাকে তাহলেই সে এই অফারটির ক্ষেত্রে প্রযোজ্য।

ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে জানানো হয়েছে যে, ২০২৩ সালের ১৬ অগাস্ট থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ব্যাঙ্কের এই অফার রয়েছে।ব্যাঙ্ক এর তরফ থেকে আরো জানানো হয়েছে যে যদি কোন গ্রাহক লোন ট্রান্সফার করে সে ক্ষেত্রেও একই সুবিধা পাবে।অন্যদিকে টু হুইলার বা ফোর হুইলার লোন ট্রান্সফারের ক্ষেত্রেও প্রসেসিং ফি-তে ছাড় দেওয়া হয়েছে। এক্ষেত্রেও কয়েক হাজার টাকা ছাড় পাবেন গ্রাহকেরা।