সংকটের মাঝেই স্বস্তি, ২৪ ঘন্টায় ভারতে করোনায় সুস্থ ১০ হাজারের বেশি

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতে দিন দিন বেড়ে চলা করোনা সংক্রমণ দেশজুড়ে সংকটের সৃষ্টি করেছে। তবে এরই মাঝে শুক্রবার একটি স্বস্তির খবর মিলেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে। স্বস্তির খবর এটাই যে দেশে গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজারের বেশি মানুষ।

Advertisements

Advertisements

শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে যে রিপোর্ট পেশ করা হয় তাতে দেখা গিয়েছে, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন ১৩,৫৮৬ জন। আর এই সংখ্যাটা এযাবত একদিনের হিসাব অনুযায়ী সর্বাধিক। পাশাপাশি এদিন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০,৩৮৬ জন। আর সুস্থ হওয়ার এই সংখ্যাটাও এখনো পর্যন্ত সর্বাধিক। আর এদিন ভারতে মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা পার করল দু’লক্ষ। গত ২৪ ঘন্টায় এই বিপুলসংখ্যক মানুষ করোনামুক্ত হয়ে বাড়ি ফেরায় দেশের সুস্থতার পৌঁছে গেল ৫৩.৭৯ শতাংশে।

Advertisements

শুক্রবারের রিপোর্ট অনুযায়ী ভারতে মোট করোনা সংক্রামিতের সংখ্যা দাঁড়ালো ৩,৮০,৫৩২। মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা দু’লক্ষ পার করে দাঁড়ালো ২,০৪,৭১১। আর মোট মৃতের সংখ্যা হল ১২,৫৭৩। এসবের পাশাপাশি দেশে মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা দাঁড়ালো ১,৬৩,২৪৮। সংক্রমণের নিরিখে ভারত বিশ্ব তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং রাশিয়ার পরে চতুর্থ স্থানে রয়েছে। ভারত সংক্রমণের তালিকায় চতুর্থ স্থানে থাকলেও অন্যান্য দেশের তুলনায় এদেশে সুস্থ হয়ে ওঠার হার অনেকটাই বেশি।

ভারতে সংক্রমণের নিরিখে মহারাষ্ট্র সবার প্রথমে রয়েছে। মহারাষ্ট্রে ইতিমধ্যেই সংক্রমণের সংখ্যা পৌঁছে গেছে ১,২০,৫০৪ তে। দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু, যেখানে মোট সংক্রমণের সংখ্যা ৫২,৩৩৪। আর তারপরেই রয়েছে দিল্লি। দিল্লিতে মোট সংক্রমণের সংখ্যা ৪৯,৯৭৯। গুজরাত রয়েছে চতুর্থ স্থানে, গুজরাতে মোট সংক্রমণের সংখ্যা ২৫,৬০১।

Advertisements