10 Travel Destinations: মে’তে হল না! জুন-জুলাইয়েও ঘোরার প্ল্যান, বেছে নিতে হবে এই ১০ জায়গা

Prosun Kanti Das

Published on:

Advertisements

10 Travel Destinations in India Where You Can Go in June-July: জুন, জুলাই মাস অর্থাৎ গ্রীষ্মের শেষ আর বর্ষার শুরু। এই সময়ও এদিক ওদিক ঘুরতে যেতে পছন্দ করেন অনেক পর্যটক। আপনিও কি জুন, জুলাই মাসে ঘুরতে যাওয়ার কথা ভাবছেন? তাহলে বেছে নিতে পারেন ভারতের এই ১০ টি জায়গাকে । জুন, জুলাই মাসে ঘুরতে যাওয়ার জন্য ভারতের আদর্শ ১০ টি জায়গার (10 Travel Destinations) খোঁজ রইল আজকের প্রতিবেদনে।

Advertisements
1. লাদাখ

জম্মু-কাশ্মীর রাজ্যের লেহ-শ্রীনগর হাইওয়েতে অবস্থিত একটি এলাকা লাদাখ। ভারত, পাকিস্তান ও চীনের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত একটি কেন্দ্রশাসিত অঞ্চল হল লাদাখ। শ্রীনগর থেকে লাদাখের দূরত্ব ৪০০০ কিলোমিটার। পাহাড়ি পথে বাইক চালানো হোক অথবা পাহাড়ে ট্রেক করাই হোক সবরকম দুঃসাহসিক রোমাঞ্চকর ক্রিয়াকলাপের জন্য সর্বদাই পর্যটকদের পছন্দের তালিকার শীর্ষে থাকে লাদাখ। এছাড়া এখানকার স্ফটিকের মত স্বচ্ছ আকাশ, একাধিক বৌদ্ধ গুম্ফা লাদাখের অন্যতম আকর্ষণ। জুন, জুলাই মাসে লাদাখের তাপমাত্রা থাকে ১৫ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তাই এই সময় লাদাখ ভ্রমণ অত্যন্ত মনোরম। মনোরম পরিবেশে দুঃসাহসিক অভিজ্ঞতা অর্জন করতে চাইলে এই মাসে ঘুরতে যাওয়ার জন্য লাদাখ একদম সঠিক ঠিকানা (10 Travel Destinations)।

Advertisements
2. ডালহৌসি

হিমাচল প্রদেশের চাম্বা জেলায় অবস্থিত একটি শৈল শহর ডালহৌসি। ১৮৫৪ সালে ব্রিটিশ সরকারের সেনাবাহিনী এবং সরকারি পদকর্তাদের গ্রীষ্মকালের ছুটি কাটানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল এই শহরটি। তৎকালীন ব্রিটিশ সরকারের গভর্নর লর্ড ডালহৌসির নাম অনুসারে এই শহরের নামকরণ করা হয় ডালহৌসি। সমুদ্রপৃষ্ঠ থেকে ৬০০০ থেকে ৯০০০ ফুট উচ্চতায় অবস্থিত এই শহরটি মোট ৫ টি শৈল শিখর দ্বারা বেষ্টিত। প্রাচীন মন্দির, স্থাপত্য, হস্তশিল্প, হিন্দু সংস্কৃতি সবকিছুর মূল কেন্দ্র বলা যায় ডালহৌসি শহরকে। ডালহৌসিতে (10 Travel Destinations) সবচেয়ে বেশি পর্যটক সমাগম হতে দেখা যায় জুন জুলাই মাসেই। এই সময় ডালহৌসির তাপমাত্রা থাকে ১১ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

Advertisements
3. ভ্যালি অফ ফ্লাওয়ার্স

উত্তরাখণ্ডের চামোলিতে অবস্থিত একটি ন্যাশনাল পার্ক ভ্যালি অফ ফ্লাওয়ার্স। এই পার্কটি বিভিন্ন ধরনের উদ্ভিদ ও ফুলের জন্য বিখ্যাত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩৫০০ মিটার উচ্চতায় অবস্থিত এই ন্যাশনাল পার্কটি। কস্তুরী হরিণ, তুষার চিতা বাঘ, বাদামী ও কালো ভাল্লুক, লাল শিয়ালের মতো একাধিক দুষ্প্রাপ্য বন্যপ্রাণীদের বাসস্থান ভ্যালি অফ ফ্লাওয়ার্স। জুন, জুলাই মাসে এখানকার তাপমাত্রা থাকে ১৫ থেকে ১৭ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে। ভ্যালি অফ ফ্লাওয়ার্স (10 Travel Destinations) ঘুরতে যেতে চাইলে আপনাকে জুন থেকে অক্টোবর মাসের মধ্যেই যেতে হবে। কারণ বছরের বাকি সময় এই পার্কটি অতিরিক্ত তুষারপাতের কারণে বন্ধ থাকে।

4. দার্জিলিং

পশ্চিমবঙ্গের অন্তর্গত পাহাড়ে ঘেরা একটি শৈল শহর দার্জিলিং। বাঙ্গালীদের ভ্রমণ তালিকার শীর্ষে রয়েছে এই শহরের নাম। শহরটি হিমালয়ের শিবালিক পর্বত শ্রেণীতে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ৬৭০০ ফুটের কাছাকাছি। এখানকার চা বাগান ও হিমালয়ান রেল পরিষেবা অত্যন্ত জনপ্রিয়। এছাড়া পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য উপভোগ করার জন্যও বহু পর্যটক ভিড় করেন এই শহরে। এমনিতে সারা বছরই দেশ-বিদেশের পর্যটকদের ভিড় লেগেই থাকে দার্জিলিং এ। কিন্তু আপনি যদি পাহাড়ি বর্ষার আনন্দ উপভোগ করতে চান, তাহলে জুন জুলাই মাস দার্জিলিং (10 Travel Destinations) যাবার জন্য একেবারে উপযুক্ত।

5. শিলং

উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলং। ভারত ও বাংলাদেশ সীমান্ত থেকে ৬৫ কিলোমিটার উত্তরে এবং ভারত ও ভুটান সীমান্ত থেকে ১০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই শৈল শহরটি। পূর্ব খাসি পাহাড়ের ১৫০০ ফুট উচ্চতায় অবস্থিত মেঘালয় বৃষ্টিপাতের জন্যই বিখ্যাত। তাই পাহাড়ি বৃষ্টিপাত উপভোগ করতে চাইলে মেঘালয়ের চেয়ে ভালো জায়গা আর হতেই পারে না। জুন জুলাই মাসে ঘুরতে যাওয়ার জন্য মেঘালয় (10 Travel Destinations) একেবারে উপযুক্ত।

6. লোনাভালা

মহারাষ্ট্রের পুনে জেলার অন্তর্গত একটি জনপ্রিয় শৈল শহর লোনাভালা। লোনাভালা শব্দটি এসেছে লেনি এবং আভালী শব্দ থেকে। লেনি শব্দের অর্থ গুহা এবং আভালি শব্দের অর্থ সিরিজ বা ক্রম। হ্যাঁ ঠিকই ধরেছেন একাধিক গুহার সিরিজ রয়েছে লোনাভালাতে। এই গুহাগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ভাজা গুহা, কার্লা গুহা, বেদশা গুহা ইত্যাদি। ভিসাপুর এবং লোহাগড় দুর্গ দুটিও এই এলাকার অন্যতম আকর্ষণ। লোনাভালা ঘুরতে যাবার জন্য উপযুক্ত সময় বর্ষাকাল। জুন, জুলাই মাসে ঘুরতে যাবার জন্য আপনারা অনায়াসে বেছে নিতে পারেন লোলাভালাকে।

7. উদয়পুর

রাজস্থান রাজ্যের অন্তর্গত একটি জেলা উদয়পুর। উদয়পুর হ্রদের শহর। এখানকার হ্রদ, রাজপ্রাসাদ, পাহাড় সবকিছুই শহরটিকে বিশ্বের দরবারে জনপ্রিয় করে তুলেছে। ভারতের সবচেয়ে রোমান্টিক শহর হিসেবে চিহ্নিত উদয়পুরকে ২০০৯ সালে বিশ্বের সেরা শহরের খেতাব দেওয়া হয়েছিল। ১৯৫৩ সালে মহারানা উদয় সিংয়ের হাতেই এই শহরের উৎপত্তি। ভারতের সমস্ত ধনী রাজ পরিবারগুলির মধ্যে সর্বোচ্চ স্থান ছিল মহারানা রাজ পরিবারের। উদয়পুরে অবস্থিত একাধিক রাজপ্রাসাদ বর্তমানে বিলাসবহুল হোটেলে রূপান্তরিত করা হয়েছে। সেই সব হোটেল গুলিতে থাকার জন্যই অনেক পর্যটক আসেন উদয়পুরে। জুলাই মাসে ঘুরতে যাওয়ার জন্য উদয়পুরও (10 Travel Destinations) বেশ ভালো।

8. কেরল

পশ্চিমঘাট পর্বতমালার কোলে অবস্থিত ভারতের অন্যতম রাজ্য কেরল। কেরল রাজ্যকে ঈশ্বরের নিজের দেশ হিসেবে চিহ্নিত করা হয়। একটা সময় গোটা রাজ্যের ৩ ভাগের একভাগ ঢাকা ছিল ঘন জঙ্গলে। এখনো পর্যন্ত জীব বৈচিত্রের কারণে সমৃদ্ধ রাজ্যটি। এছাড়াও বিখ্যাত বন্দর শহর কালিকট ও কোচি এই রাজ্যে অবস্থিত। তেল শোধনাগার, নারকেল বাগান ও মসলা উৎপত্তির জন্য বিখ্যাত রাজ্যটি। এছাড়াও রয়েছে আথিরাপল্লি ও ভাজাচল জলপ্রপাত, মুন্নারের হিলস্টেশন ইত্যাদি। এই এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ এতটাই বেশি যে ২০১৮ সালের সেপ্টেম্বরে এখানে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। তাই বর্ষার রূপ দর্শন করতে চাইলে, ঘুরতে যাওয়ার জন্য কেরল (10 Travel Destinations) রাজ্যকে বেছে নিতে পারেন।

আরও পড়ুন ? Paushi: দীঘা, দার্জিলিং, পুরি অনেক হল! এবার টুক ঘুরে আসুন হাতের কাছে থাকা এই শান্তির গ্রামে

9. কুর্গ

কর্নাটকের অন্তর্গত একটি জেলা কুর্গ। এই জেলাকে অনেকেই ভারতের স্কটল্যান্ড হিসেবে চিহ্নিত করে থাকেন। জুন-জুলাই মাসে এখানকার তাপমাত্রা থাকে ২০ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। জলপ্রপাত, এলিফ্যান্ট ক্যাম্প ঘোরার পাশাপাশি ঘুরে দেখতে পারেন এখানকার বিখ্যাত কফি ও চা বাগান। এই এলাকাটিও অবস্থিত পশ্চিমঘাট পর্বতমালার গায়েই। এখানকার স্থানীয় বাসিন্দারা মূলত কোদাভা উপজাতির অন্তর্গত। বর্ষা মুখর প্রকৃতির মাঝে সময় কাটাতে চাইলে বেছে নিতে পারেন এই জেলাকেও (10 Travel Destinations)।

10. উটি

দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের নীলগিরি পর্বতমালার কোলে অবস্থিত একটি শৈল শহর উটি। স্থানীয়দের কাছে এই এলাকা উধগৈ নামে পরিচিত। এই এলাকার অর্থনীতি নির্ভর করে মূলত পর্যটন শিল্প এবং কৃষিকাজ ও ভেষজ প্রক্রিয়াকরণের উপর। এছাড়াও ফটোগ্রাফিক দিক থেকেও এই এলাকা জনপ্রিয়। পাহাড়ে ঘেরা শহরটির অপরূপ সৌন্দর্য পর্যটকদের মন কেড়ে নিতে সক্ষম। জুন জুলাই মাসে এখানকার আবহাওয়া খুবই মনোরম। তাপমাত্রা থাকে ১৫ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে। সবুজ ও পাহাড়ের মেলবন্ধনে সৃষ্ট প্রাকৃতিক শোভা উপভোগ করার পাশাপাশি, নীলগিরি পর্বতে এডভেঞ্চারের মজা নিতে চাইলে ঘুরে আসতে পারেন উটি (10 Travel Destinations) থেকে। আবহাওয়ার কারণে জুলাই মাসে ঘুরতে যাওয়ার জন্য এই এলাকাটিও বেশ উপযোগী।

Advertisements