নিজস্ব প্রতিবেদন : একুশের বিধানসভা নির্বাচনের আগেই গুটি সাজাতে শুরু করেছে শাসকদল তৃণমূল। তবে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে বিরোধী দল বিজেপিও। তৃণমূলের তরফ থেকে বারংবার দাবি করা হচ্ছে, ‘উন্নয়নে ভরে গেছে রাজ্য’। অপরদিকে বিজেপি এই ১০ বছরে রাজ্য কতটা পিছিয়ে পড়েছে তা তুলে ধরতে ব্যস্ত। যে কারণে রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ প্রকল্পের পাল্টা বিজেপির ‘গৃহ সম্পর্ক’ কর্মসূচি। আর এসবের মাঝেই বৃহস্পতিবার তৃণমূলের তরফ থেকে ১০ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরা হলো।
তৃণমূলের তরফ থেকে প্রকাশ করা ১০ বছরের উন্নয়নের রিপোর্ট কার্ড
১) শিল্প ও অনুসারী শিল্পের ক্ষেত্রে আয় বৃদ্ধি পেয়েছে। রাজ্যের বাসিন্দাদের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। বেড়েছে জিডিপি।
২) বাজেট বাড়ানো হয়েছে শিক্ষা, ক্রীড়া, শিল্প ও সংস্কৃতি ক্ষেত্রে। কন্যাশ্রী, সবুজসাথী, মিড-ডে মিল, পোশাক বিলি ইত্যাদি উদ্যোগের ফলে উপকৃত রাজ্যের পড়ুয়ারা।
৩) দশটি বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে এই দশ বছরে। পাশাপাশি ৫০ টি কলেজ সহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি হয়েছে এই আমলে।
৪) তৃণমূল সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্প কোটি কোটি মানুষের চিকিৎসায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হয়েছে।
৫) খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে রাজ্যের কোটি কোটি মানুষ উপকৃত।
৬) বাংলা আবাস যোজনা প্রকল্পের আওতায় রাজ্যের লক্ষ লক্ষ মানুষ নিজস্ব ঘর পেয়েছে। পাশাপাশি নির্মল বাংলা প্রকল্প তৈরি হয়েছে লক্ষ লক্ষ শৌচাগার।
৭) রাস্তাঘাটের অভূতপূর্ণ উন্নতির পাশাপাশি বাড়ি বাড়ি পৌঁছে গেছে বিদ্যুৎ এবং পানীয় জল।
৮) রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কয়েক লক্ষ কৃষক উপকৃত।
৯) রূপশ্রী প্রকল্প রাজ্যের মহিলাদের সুরক্ষিত করেছে। এই প্রকল্প বহু দুঃস্থ দরিদ্র মহিলাদের বিবাহের সাহায্য করেছে।
১০) তপশিলি এবং উপজাতিদের উন্নয়নে একাধিক প্রকল্প আনা হয়েছে। পাশাপাশি প্রবীনদের পেনশনের ব্যবস্থা করা হয়েছে।
১১) এর পাশাপাশি রিপোর্ট কার্ডে তুলে ধরা হয়েছে সামাজিক সুরক্ষা প্রকল্প এবং ১০০ দিনের কাজের কথাও।
Today, with immense pride, we are happy to release #TMCReportCard which highlights the key milestones, across 11 sectors, that @MamataOfficial has achieved in the past 10 years!
Didi continues to take Bengal to greater heights with new fervor! #TMCReportCard pic.twitter.com/6RMfSZXCn3
— All India Trinamool Congress (@AITCofficial) December 10, 2020
তবে রাজ্য সরকারের তরফ থেকে এই সকল উন্নয়নের খতিয়ান তুলে ধরলেও বিজেপির অভিযোগ, উন্নয়ন কতটা হয়েছে তা রাজ্যের মানুষ টের পেয়েছেন পঞ্চায়েত নির্বাচনের সময়। তখন এই সকল উন্নয়ন ঘর থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়েছিল। পাশাপাশি এই সরকার গত ১০ বছরে রাজ্য দুর্নীতি, কাটমানি, তোলাবাজিতে গলা পর্যন্ত ডুবে গেছে। বিজেপির দাবি, এই সকল পরিস্থিতি থেকে রাজ্যকে রক্ষা করতে রাজ্যের শান্তিপ্রিয় মানুষেরা আগামী বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে বেছে নেবে এবং তৃণমূলকে উৎখাত করবে।