মুখ্যমন্ত্রীর মামার বাড়ির খড়ের পালুয়ে আগুন, ১০০ কুইন্টাল ধানের ক্ষতি

নিজস্ব প্রতিবেদন : মমতা বন্ধোপাধ্যায়ের মামার বাড়ি বীরভূমের রামপুরহাটের কুসুম্বা গ্রামে। সেখানেই মামার বাড়ির খড়ের পালুয়ে আজ দুপুরে কেউ বা কারা আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। আগুন লাগার ঘটনা ঘটলে বাড়ির লোকজন দমকল বাহিনীকে খবর দেয়। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল।

আগুন লাগার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। আগুন দেখতে পেয়ে এলাকার বাসিন্দারাও আগুন নিভাতে হাত লাগায়। পাশাপাশি দমকলকর্মীদের সাহায্যে বেশ কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষতি হয়েছে ১২ বিঘা জমির ধান ও খড়। ধানের পরিমাণে ১০০ কুইন্টাল বলে দাবি পরিবারের।

মুখ্যমন্ত্রীর মামার বাড়ির পরিবারের অভিযোগ, কেউ বা কারা এই আগুন লাগিয়ে দিয়েছে। যদিও স্পষ্ট করে কারোর বিরুদ্ধে অভিযোগ করেনি তারা। তাঁদের বক্তব্য, “একসাথে যেভাবে চারটে পালুই জ্বলে উঠেছিল তাতে স্পষ্ট আগুন লাগানো হয়েছে।”