NVS-02: বড়সড় বিপদের সম্মুখীন ইসরোর শততম মিশন এনভিএস-০২, কি কারনে বাধা?

Prosun Kanti Das

Published on:

Advertisements

NVS-02: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা হল ইসরো। যার মিশনের মাধ্যমে মহাকাশ প্রযুক্তি ব্যবহার করে জাতীয় উন্নয়ন করা হয়। সম্প্রতি সেই ইসরো তরফেই মহাকাশে উৎক্ষেপণ করা হল শততম মিশন। যার নাম এনভিএস-০২। আর সেই মিশন উৎক্ষেপনের চার দিনের মাথাতেই পড়ে ভয়ংকর বাধার মুখে। কি কারনে এই সমস্যা দেখা দিল ইসরোর কৃত্রিম উপগ্রহ এনবিএস-০২তে

Advertisements

ইসরো তরফে জানা গিয়েছে গত বুধবার ভোর ৬টা ২৩ মিনিটে মহাকাশে পাড়ি দেয় কৃত্রিম উপগ্রহ এনভিএস-০২ (NVS-02)। জিএসএলভিএফ-১৫ রকেটের মধ্যে দিয়ে মহাকাশকেন্দ্র থেকে শততম মিশন এনভিএস-০২ উৎক্ষেপণ করে ইসরো। যা রবিবার অর্থাৎ উৎক্ষেপণের চারদিনের দিন প্রযুক্তিগত ত্রুটির কারণে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হন। এনভিএস-০২তে প্রযুক্তিগত কি সমস্যা দেখা দিয়েছিল?

Advertisements

খবর অনুযায়ী জি এস এল ভি এফ ১৫ রকেটের মধ্যে দিয়ে পৃথিবীর কক্ষপথে এনভিএস-০২ মিশনকে স্থাপন করা হয়েছিল। কিন্তু ভালভ না খোলার কারণে বড়সড় বিপদের মুখে পড়ে ইসরোর শততম মিশন। মূলত জারক দ্বারা রকেটের থ্রাস্টারগুলিকে ফায়ার করা হয়। আর সেই জারক নির্গমনের জন্য নির্দিষ্ট ভালভ খুলতে হয়। কিন্তু সময়মতো সেই ভালভ খোলেনি। যার ফলে পৃথিবীর কক্ষপথে নির্দিষ্ট জায়গায় স্থাপিত হয়নি এনভিএস-০২ মিশন।

Advertisements

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ আনতে চলেছে নয়া ফিচার্স, আর দেখা যাবে না ফোননম্বর

শোনা যায় ২৫৫০ কেজির ওজন রয়েছে এই এনভিএস-০২ (NVS-02) স্যাটেলাইটের। যা বুধবার জিএসএলভিএফ-১৫ ১৯ মিনিটের মধ্যেই স্থায়ী কক্ষপথের কাছাকাছি পৌঁছে দেয় ইসরোর শততম মিশনকে। উল্লেখ্য ইসরোর মিশন উৎক্ষেপণে প্রায় অভিযানেই ব্যর্থ হয়েছে জিএসএলভিএফ ১৫ রকেট। ১৬টির মধ্যে প্রায় ৬টি অভিযান সফল হয়নি। ফলে ইসরোর এই শততম মিশন উৎক্ষেপনে রকেটের এই কার্যকারিতায় আশার আলো দেখেছিল মহাকাশ গবেষণা সংস্থা। কিন্তু রবিবারে ঘটনার ফলে মাথায় হাত পড়েছে বিজ্ঞানীদের।

ইসরো সূত্রে খবর বর্তমানে উপবৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান রয়েছে এই মিশন (NVS-02)। যার পৃথিবী থেকে সর্বনিম্ন দূরত্ব রয়েছে ১৭০ কিলোমিটার। ৩৬ হাজার ৫৭৭ কিলোমিটার রয়েছে সর্বাধিক দূরত্ব। যে দূরত্ব থেকে এই মিশনের কাজ করা খুব একটা সম্ভব নয়। ইসরো তরফে জানানো হয়েছে এই শততম মিশনের তরল ইঞ্জিন সঠিকভাবে কাজ না করলে মিশনটি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর তারই অপেক্ষায় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

Advertisements