নিজস্ব প্রতিবেদন: হঠাৎ করে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি, এর উত্তুরে হওয়ার দাপটে তাপমাত্রার পতন। গত এক সপ্তাহ ধরে দক্ষিণবঙ্গের সব জেলায় এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। তবে এসবের মধ্যেই আবার রবিবার থেকে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা ঊর্ধ্বমুখী। এসবের মধ্যেই শীতের বিদায় ঘন্টা বেজে গেল কিনা তা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন দেখা যাচ্ছে। এই সকল প্রশ্নের মধ্যেই হওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহেই সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ১৬ ডিগ্রিতে পৌঁছে যাবে।
রাজ্যের অধিকাংশ জেলার সর্বনিম্ন তাপমাত্রা এখন উর্ধ্বমুখী। অধিকাংশ জেলার পাশাপাশি বীরভূমের সর্বনিম্ন তাপমাত্রা ঊর্ধ্বমুখী। গত সপ্তাহের শেষের শীতল বাতাসের কারণে বীরভূমের সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছিল। নতুন করে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কিন্তু আবার তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছে দ্রুত গতিতে।
শ্রীনিকেতন হাওয়া অফিস সূত্রে যা জানা গিয়েছে তাতে সোমবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রী, যা স্বাভাবিকের তুলনায় ১.৯ ডিগ্রি কম। রবিবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় ১.৩ ডিগ্রি কম। সোমবার জেলায় কুয়াশা দেখা না গেলেও মঙ্গলবার সকাল থেকে কুয়াশা দেখা যেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। তবে বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিস্কার হয়ে যাবে। চলতি সপ্তাহে বৃষ্টি সংক্রান্ত কোনো সতর্কতা নেই।
আরও পড়ুন : পদ্ম ফুটল দিল্লিতে, অকাল হোলি বীরভূমে, তাহলে কি এবার বাংলাতেও ফুটবে পদ্ম!
সোমবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২° থাকলেও মঙ্গলবার সেই তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ১৪ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। মঙ্গলবারের পর বুধবার সর্বনিম্ন তাপমাত্রা আরও বৃদ্ধি পেয়ে ১৬ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। তবে বুধবারের পর ফের সর্বনিম্ন তাপমাত্রার পারদ কিছুটা হলেও কমের দিকে নামতে পারে বলে জানানো হয়েছে।
শ্রীনিকেতন হওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার থেকে ফের জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রিতে নামার সম্ভাবনা রয়েছে এবং তারপর ওই একই ধরনের আবহাওয়া চলতি সপ্তাহ জুড়ে থাকবে বলেই অনুমান। স্বাভাবিকভাবেই বীরভূমের মতো জেলা থেকে আপাতত শীতের বিদায় খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না। আপাতত হালকা শীতের আমেজ জেলা জুড়ে থাকবে বলেই জানানো হয়েছে।