নিজস্ব প্রতিবেদন : বৃহস্পতিবার সকাল থেকেই মেঘে ঢাকা পড়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব কটি জেলায়। মেঘলা আকাশের পাশাপাশি একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লক্ষ্য করা গেল। তবে বৃষ্টি হলেও প্যাচপেচে গরম থেকে রেহাই নেই রাজ্যের বাসিন্দাদের। এমত অবস্থায় হাওয়া অফিসের পূর্বাভাস, শুক্রবার বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে একটি নিম্নচাপ। যার জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের জেলাগুলিতে। ভারী বৃষ্টির পাশাপাশি উপকূলের জেলাগুলিকে সতর্ক থাকতেও বলা হয়েছে। মৎস্যজীবীদের এখনই সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
এদিন দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লক্ষ্য করা যায় দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, বীরভূম সহ একাধিক জেলায়। উপকূলের জেলাগুলিতেও ভারী বৃষ্টি লক্ষ্য করা গেছে। তবে যে সকল জায়গায় বৃষ্টি হয়নি সেই সকল এলাকায় বাতাসে মাত্রাতিরিক্ত জলীয়বাষ্পের কারণে অস্বস্তি বাড়বে।
অন্যদিকে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হচ্ছে। সেই নিম্নচাপের হাত ধরেই রাজ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আগমন নিশ্চিত হবে। পাশাপাশি শুক্রবার থেকে টানা তিন দিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
নিম্নচাপ তৈরি হলে তার জেরে শুক্রবার অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। এই বৃষ্টির জেরে উপকূলের নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।
রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম বাঁকুড়া ও পুরুলিয়ায়।