Sufal Bangla Stall: দাম বাড়লেও সস্তায় মিলবে শাকসব্জি! শুধু বেছে নিতে হবে এই ১১ জায়গা

Antara Nag

Published on:

11 more mobile Sufal Bangla stalls have been launched to provide relief to customers: বর্তমানে আকাশ ছোঁয়া সবজি মূল্য। পকেটে চাপ মধ্যবিত্তদের। দামের ছ্যাঁকায় হাত দেওয়া যাচ্ছে না সবজিতে। প্রতি কেজি ৩০ টাকার নিচে নেই কোনো সবজি। যা কিনতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। এই পরিস্থিতিতেই রাজ্যবাসীকে স্বস্তি দিতে আরো সুফল বাংলা স্টল (Sufal Bangla Stall) খোলার ঘোষণা করল সরকার। এই স্টলে কত দরে মিলবে সবজি? খোলা বাজারে তুলনায় কত শতাংশই বা কম দাম পাওয়া যাবে?

তীব্র তাপপ্রবাহ এবং ঠিক সময়ে বৃষ্টি না হওয়ায় মাথায় হাত চাষীদের। ক্ষতিগ্রস্ত বিভিন্ন ফসল। যার ফলেই অগ্নিমূল্য বাজার। ৩০-এর নীচে নেই কোনো সবজি। ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আলু। সেঞ্চুরি পার করেছে কাঁচা লঙ্কা। দীর্ঘদিন ধরেই ২০০-র উপরে যাচ্ছে আদা-রসুনের দাম। বেশিরভাগ সবজি প্রতি কেজি দাম ৫০-এর উপরে। যার ফলে না খাওয়ার জোগাড় মধ্যবিত্তদের। সবজি কিনতে পকেটে টান সাধারণের। আর এই পরিস্থিতিতেই খোলা বাজারের তুলনায় কম দামে সবজি দিতে আরও ১১টি ভ্রাম্যমান সুফল বাংলা স্টল খোলার নির্দেশ সরকারের।

সূত্রের খবর, ইতিমধ্যেই সারা রাজ্য জুড়ে সুফল বাংলা বিপণি (Sufal Bangla Stall) রয়েছে প্রায় ৪৬৮টি। তবে আমজনতাকে অগ্নিমূল্য বাজার থেকে রেহাই দিতে আরো বেশ কয়েকটি সুফল বাংলা বিপণি চালু করার সিদ্ধান্ত সরকারের। খবর রয়েছে সরকারের নির্দেশ অনুযায়ী, রাজারহাট, লেক মার্কেট, সল্টলেক সহ আরো বিভিন্ন এলাকায় সুফল বাংলা খোলা হয়েছে। পাশাপাশি আরও বেশ কয়েক জায়গায় স্টল বৃদ্ধি করা হবে বলেও জানা গিয়েছে। যার ফলে সাধারণ মানুষ খোলা বাজারের দামের তুলনায় এখানে সবজি পাবে প্রায় ২০-৩০ শতাংশ কম দামে।

সুফল বাংলা স্টলে কিরকম কি দাম রয়েছে সবজির? খবর বলছে, সুফল বাংলা বিপণিতে প্রতি কেজি ২৯ টাকা দরে বিক্রি হচ্ছে আলু, ২০০ টাকায় পাওয়া যাচ্ছে আদা এবং রসুন মিলছে ২৪০ টাকায়। পেঁয়াজের দাম যাচ্ছে ৪২ টাকা প্রতি কেজি, ১২ টাকা শ অর্থাৎ ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ঝাল লঙ্কা। পাশাপাশি অন্যান্য সবজিরও দাম রয়েছে খোলা বাজারে দামের তুলনায় অনেকটাই কম। যা সাধারণ মানুষকে অনেকটাই স্বস্তি দেবে।

উল্লেখ্য বিষয়, এই সুফল বাংলা বিপণি (Sufal Bangla Stall) বা স্টল হলো রাজ্য সরকারের দ্বারা নির্মিত একটি প্রকল্প। যা পশ্চিমবঙ্গের কৃষিজ বিপণন দপ্তরের আওতাভুক্ত। যে প্রকল্পের মূল উদ্দেশ্য হলো চাষীদের ফসল অনুযায়ী সঠিক দাম পাইয়ে দেওয়া। পাশাপাশি ক্রেতাদেরও ন্যায্য দামে টাটকা সবজি প্রদান করা। যা বর্তমানে আমজনতার কাছে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলেই সুফল বাংলা স্টল বৃদ্ধিতে ক্রেতারা যে উপকৃত হবেন তা বলার অপেক্ষা রাখে না।